এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে লাগাতার আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা । সুপ্রিম কোর্টের কর্মবিরতি শেষ করে কাছে ফেরার নির্দেশকেও উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন । মুশলধার বৃষ্টির মধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে ত্রিপল খাটানো মঞ্চে বসে ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগান দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা । তারই মাঝে আজ নাটকীয়ভাবে চিকিৎসক পড়ুয়াদের মঞ্চে ‘বড় দিদি’ হিসাবে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আন্দোলনকারীদের শর্ত ‘সহানুভূতির সঙ্গে ভেবে দেখার’ আশ্বাসও দেন তিনি । পরে কালীঘাটে নিজের বাড়িতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানান মমতা ব্যানার্জি । কিন্তু তিনি বৈঠকের লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারে ‘না’ করে দেওয়ায় ডাক্তারি পড়ুয়ারা বৈঠকে না বসে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঠায় বৃষ্টিতে ভিজতে থাকেন । মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে আসা পড়ুয়ারা বলেছেন, বৈঠকের স্বচ্ছতা স্বচ্ছতা বজায় রাখতেই তারা লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানাচ্ছেন৷ এছাড়া এখনো পর্যন্ত যারা বিক্ষোভ মঞ্চে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদেরও আলোচনার বিষয়বস্তু জানা প্রয়োজন ।
এদিকে বাসভবনের দরজায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটি সংকট সমাধানের জন্য তার শেষ প্রচেষ্টা ছিল,আপনারা আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমরা সবাই – মুখ্য সচিব, ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিব – আপনাদের জন্য অপেক্ষা করছি। আমরা আপনাদেরকে ছাতার ব্যবস্থা করেছি যাতে আপনারা বৃষ্টিতে ভিজে না যান। আমরা আপনাদের ভিতরে বসার ব্যবস্থাও করেছি। অনুগ্রহ করে ভিতরে আসুন এবং শুধু চা খান ।’ যদিও মুখ্যমন্ত্রীর ‘চা খাওয়া’র অনুরোধে সাড়া দেননি আন্দোলনকারীরা ।।