এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের পিজি মেডিকেল পড়ুয়া ৩১ বর্ষীয়া তরুনী চিকিৎসককে গনধর্ষণ ও নির্মম হত্যার ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করেছেন খোদ মহামান্য কলকাতা হাইকোর্ট । এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে আদালত । ‘প্রমান নষ্টের’ আশঙ্কায় কালবিলম্ব না করে মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে । এদিকে আরও একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে । যে সেমিনার হলে ওই তরুনী চিকিৎসকের উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক তার লাগোয়া ঘর ভেঙে শুরু করা হয়েছে সংস্কারের কাজ। সিবিআই তদন্তের আগেই কেন শুরু হল সংস্কারের কাজ? প্রমাণ লোপাটের চেষ্টা ? এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এদিকে তরুনীর দেহ উদ্ধারের পরের দিনই, গত ১০ তারিখ থেকে কলকাতা পুরসভার উদ্যোগে সেমিনার হলের ২০০ মিটারের মধ্যে ঘরগুলি ভেঙে চিকিৎসকদের রেস্ট রুম তৈরির কাজ শুরু হয় বলে খবর । আজ দুপুরে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের বিষয়টি নজরে পড়লে ‘স্টপ ওয়ার্ক’ করে দেয়। ফলে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সদিচ্ছা নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে । রাজ্য সরকারকে তোপ দেগে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি জেপি নাড্ডা বলেছেন,’আজ পশ্চিমবঙ্গ এমন একটা প্রদেশ হয়ে গেছে যে যেখানে আইনশৃঙ্খলার কোন চিহ্ন নাই ।’
আজ একটি ভিডিও বার্তায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের পিজি মেডিকেল পড়ুয়া তরুনী চিকিৎসককে গনধর্ষণ-হত্যার বিষয় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন,’পশ্চিমবঙ্গে একজন পিজি ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা বাস্তবিক হৃদয় কাঁপানোর মত ঘটনা ৷ গোটা বিশ্ব এবং দেশকে নড়িয়ে দিয়েছে এই ঘটনা । আমি এর নিন্দা করছি,এর তীব্র ভর্ৎসনা করছি,আর এই প্রকার অমানবিক ঘটনার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি । যে প্রকার ঘটনা ঘটেছে এবং সরকার যেভাবে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তার যত নিন্দা করা যায় সেটা কম হবে । আমি এটাও বলতে চাই আজ পশ্চিমবঙ্গ এমন একটা প্রদেশ হয়ে গেছে যে যেখানে আইনশৃঙ্খলার কোন চিহ্ন নাই ।’
তিনি বলেন,’পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নাই, আইনহীনতার চরম শিখরে চলে গেছে৷ আর দুঃখের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার প্রতিদিন বাড়ছে৷ আর এই সবকিছু একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন হচ্ছে এটা খুব চিন্তার বিষয়৷’ জেপি নাড্ডা বলেন,’আমি এটাও বলতে চাই যে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আর জনতার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছে, এর জন্য আমি কঠোর ভাষায় নিন্দা করছি । আজ হাইকোর্ট সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছে তার জন্য আমি হাইকোর্টকে অভিনন্দন জানাই । আমার পুরো বিশ্বাস যে সিবিআই তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে৷’
তিনি বলেন,’বিগত দুদিন ধরে বহু ডেলিগেশন, আমার সঙ্গে দেখা করেছিলেন৷ আমি তাদের আশ্বস্ত করেছি চিকিৎসকদের ওপর যে আক্রমণ হচ্ছে তার নিবারণের ব্যবস্থা কেন্দ্র সরকারের তরফ থেকে করা হবে । আর তা করার জন্য কেন্দ্রীয় সরকারের যে পদক্ষেপ নেওয়া দরকার হবে সেটা নেওয়া হবে ।’।