এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৬ আগস্ট : বর্তমানে দুই কট্টর ইসলামি মৌলবাদী দল জামাত-এ-ইসলামি ও বিএনপির দখলে বাংলাদেশ । প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশ জুড়ে এখন চুড়ান্ত নৈরাজ্য চলছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে৷ এমতবস্থায় কার্যত হাত গুটিয়ে বসে আছে বাংলাদেশের সেনাবাহিনী । গোটা বিশ্বের নজর এখন ওই ইসলামি রাষ্ট্রের উপর । অন্যদিকে সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত তার প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টিকে মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত করে অভিনেত্রী বলেছেন মুসলিম দেশে বসবাসকারী কেউ নিরাপদ নয়। যারা ভারতে থাকেন তারা সবাই প্রশ্ন করে থাকেন কেন হিন্দু রাষ্ট্র ? রামরাজ্য কেন ? কেন দরকার সেটা বাংলাদেশেই তার প্রমান !’
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর শেয়ার করে কঙ্গনা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের চারপাশের সমস্ত ইসলামিক প্রজাতন্ত্রের আদি মাতৃভূমি ভারত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে নিরাপদ বোধ করেন বলে আমরা সম্মানিত ও প্রশংসিত ।’ তিনি লিখেছেন,’মুসলিম দেশে কেউ নিরাপদ নয়, এমনকি মুসলিমরাও নিরাপদ নয়। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং ব্রিটেনে যা ঘটছে তা দুর্ভাগ্যজনক। আমরা ভাগ্যবান যে রাম রাজ্যে বাস করছি। জয় শ্রী রাম ।’।