দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ সেপ্টেম্বর : ব্যবসায়ীদের কাছে সব খরিদ্দার লক্ষ্মী স্বরূপ । সেই কারনে জাত,ধর্ম বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ব্যবসায়ীর কাছে সব খরিদ্দার সমান । কিন্তু ব্যবসার জায়গাতেও রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে দিল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের এক তৃণমূল নেতার ছেলে । অভিযোগ, আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইমদাদুল শেখের ছেলে সাহেব শেখ এই কারনে এক তেলেভাজা বিক্রেতাকে মারধর করেছেন কারন ওই ব্যবসায়ীর দোকানে বিজেপি ও সিপিএম কর্মীসমর্থকরাও খাবার খেতে আসে । শুধু তাইই নয়,তৃণমূল নেতার ছেলে রীতিমতো ফতোয়া জারি করেছে যে ভবিষ্যতে যেন বিরোধী দলের কেউ দোকানে খাবার খেতে না আসে । এদিকে ঘটনার কথা চাওড় হতেই বিক্ষোভে ফেটে পরে এলাকার মানুষ । শেষ পর্যন্ত পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে । যদিও তৃণমূল নেতা ইমদাদুল শেখের দাবি,তাঁর ছেলের প্রতি প্রতিহিংসা বসত কেউ এই ঘটনা ঘটিয়েছে ।
জানা গেছে,প্রহৃত তেলেভাজা ব্যাবসায়ীর নাম শেখ রাজীব । সিলুট গ্রামে তাঁর বাড়ি । আউশগ্রাম বাজারে রয়েছে তাঁর দোকানটি । অন্যদিকে তৃণমূল নেতার ছেলে আউশগ্রামের বাসিন্দা সাহেব শেখ স্থানীয় থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন । গত রবিবার রাজীবকে ধরে আচমকা পিটিয়ে দেয় সাহেব । কারন জিজ্ঞাসা করলে সে জানায় সিপিএম, বিজেপির লোকজন এসে দোকানে বসে খাবার খাওয়ার জন্যই সে রাজীবকে মারধর করেছে । এমনকি সিপিএম বা বিজেপির কোনও লোককে যেন দোকানে বসতে দেওয়া না হয় বলে সাহেব দোকানদারকে হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ । যদিও দোকানদার রাজীব তাঁকে সাফ জানিয়ে দেন কোনো খরিদ্দারকে দোকানে আসতে তিনি নিষেধ করতে পারবেন না ।
জানা গেছে,ঘটনার কথা রাজীবদের গ্রাম সিলুটে পৌছলে গ্রামবাসীরা ব্যাপক ক্ষিপ্ত হন । ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার সিলুট ও পার্শ্ববর্তী বসন্তপুর গ্রাম থেকে প্রচুর লোকজন আউশগ্রাম থানার উদ্দেশ্যে রওনা হন । কিন্তু আগাম খবর পেয়ে যায় পুলিশ । শেষে পুলিশবাহিনী ক্ষিপ্ত জনতাকে মাঝ রাস্তায় আটকে দেয় । পুলিশ গ্রামবাসীদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে । কিন্তু ক্ষিপ্ত জনতা দাবি তোলে অভিযুক্ত সাহেব শেখকে অবিলম্বে গ্রেফতার করতে । শেষে পুলিশ লিখিত অভিযোগ জমা দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয় । বুধবার এনিয়ে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা ।।