এইদিন ওয়েবডেস্ক,গদর,২৪ ডিসেম্বর : ফের পাকিস্থান-চীন অর্থনৈতিক করিডর(সিপিইসি) নিয়ে অসন্তোষ প্রকাশ করল বালুচিস্তানের বাসিন্দারা । বৃহস্পতিবার বালুচিস্তানের ওরমারায়(Ormara)
জেলেদের এক সভায় বক্তব্য রাখার সময় ‘গদর কো হক দো তেহরিক(Gwadar Ko Haq Do Tehreek)- এর নেতা মওলানা হিদায়াতুর রহমান বলেন, ‘কাউকে সামুদ্রিক সম্পদ লুট করতে দেওয়া হবে না । কারণ বালুচিস্তানের সমুদ্রের জল থেকে জীবিকা নির্বাহ করা স্থানীয় জেলেদের একমাত্র অধিকার ।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এবং বালুচিস্তানের সম্পদ বালুচিস্তানের জনগণের । কোনও ব্যক্তির নয় । সে যত শক্তিশালীই হোক না কেন, তাঁকে জনগনের ন্যায্য ও আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অনুমতি দেওয়া হবে না ।’ সেই সঙ্গে মওলানা রহমান মুখ্যমন্ত্রী এবং প্রাদেশিক সরকারকে সতর্ক করে দিয়ে জানান,সরকার এবং আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা হলে সরকার যদি তাকে বাস্তবায়ন না করে বা সম্মান না দেখায় তাহলে তিন মাস পর কোয়েটায় ১০ লক্ষেরও বেশি লোকের বিশাল বিক্ষোভ সমাবেশ করবে ।
মাওলানা রেহমান বলেন,’নিরাপত্তা বাহিনীর সমস্ত চেকপোস্ট অপসারণ না করা পর্যন্ত এবং বালুচিস্তানের সমুদ্রের জলে ট্রলারে অবৈধ মাছ ধরা বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে ।’ তিনি বলেন, ‘প্রদেশের সম্পদ আমাদের । বালুচিস্তান আমাদের । সিপিইসি আমাদের । সমুদ্র সৈকত আমাদের । গদর বন্দরও আমাদের ।’ তিনি ইমারান সরকারকে সতর্ক করে বলেন, ‘ওরমারা শহরের উপর অধিকার কেবল স্থানীয় জনগণের । এটি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় । এটি বেলুচিস্তানের জনগণের সম্মিলিত সম্পত্তি । পাকিস্তানের নৌবাহিনী এখানে বেড়া দিয়ে ঘিরতে এলে তার আগে ওরমার জনগণকে জিজ্ঞাসা করতে হবে । নাহলে আমরা বেড়া কেটে ধ্বংস করে দিতে বাধ্য হব ।’।