এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৫ অক্টোবর : রাজ্যের গৃহস্ত মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে চলতি বছরে ১ সেপ্টেম্বর থেকে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার । এই প্রকল্পে তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের ১ হাজার এবং জেনারেল কাস্ট ও ওবিসিভুক্ত মহিলাদের ৫০০ টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে । ইতিমধ্যে অনেকের টাকাও ঢুকতে শুরু করেছে । কিন্তু এমন বহু আবেদনকারী রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এযাবৎ কোনও টাকাই ঢোকেনি । ফলে ওই সমস্ত মহিলারা এনিয়ে চরম উদ্বিগ্নে রয়েছেন । টাকা না ঢোকার কারন জানতে তাঁরা ভিড় জমাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত অফিসে অথবা বিডিও কার্যালয়ে ।
সোমবার সকাল থেকে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক কার্যালয়ে দেখা গেল টাকা লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে টাকা না ঢোকা মহিলাদের ভিড় । বিভিন্ন বয়সের মহিলাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো । এমনকি অনেক মহিলার কোলে দেখা গেল দুধের শিশু ।
লাইনে দাঁড়িয়ে থাকা মহিলা সখী সাঁতরা,টুম্পা প্রামাণিক, আলমিনা বিবিরা জানান,তাঁদের প্রতিবেশীদের অনেক আগেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে । কিন্তু তাঁরা এখনও টাকা পাননি । তাই সমস্যা কোথায় হল জানতেই এদিন তাঁরা বিডিও অফিসে এসেছেন । তবে কেউ কোনও সদুত্তর দিতে পারছেন না । এই প্রসঙ্গে মন্তেশ্বরের বিডিও গোবিন্দ দাস জানান,অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত ত্রুটির কারণেই এই সমস্যা হচ্ছে । তবে দপ্তর সুত্রে খবর, অনেক আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু না থাকার কারনে টাকা ঢুকতে সমস্যা হচ্ছে । এছাড়া কোনও কোনও আবেদনকারীর ফর্ম পূরণের ক্ষেত্রেও কিছু ভুলভ্রান্তি রয়েছে বলে দপ্তর সুত্রে খবর ।।