উত্তরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মণীন্দ্র বর্মনের ফের একটা গান ব্যাপক ভাইরাল হয়েছে । তার এই স্যাটায়ার (Satire) গানের কথা মূলত এস আই আর নিয়ে তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রবল বিরোধিতাকে কেন্দ্র করে রচিত হয়েছে । গানটি হল : “তুমি চিল্লাচিল্লি যতই করো/আসছে তোমার শেষের দিন/SIR টা হচ্ছে হতে দিন/ও বেগম অর্বাচীন” । তবে গানের কথার মধ্যে কোথাও তিনি মমতা ব্যানার্জির নাম নেননি ।
কিশোরীকে ধর্ষণের ঘটনায় গতকাল কোচবিহারে মেখলিগঞ্জের জামানদহে বিজেপির একটি মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছিল । ওই প্রতিবাদ মিছিলে জামালদহ অঞ্চলে ১১ বছরের মেয়েকে ধর্ষণে ধৃত ষাটোর্ধ্ব প্রতিবেশী এনামুল হকের কঠোর ফাঁসির দাবি জানায় বিজেপি ।মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত ওই পথসভায় সঙ্গীত পরিবেশন করেন মনীন্দ্র বর্মন । নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেল “দ্য নিউজ বাংলা ইউটিউব চ্যানেল”-এ নিজের গাওয়া গানের ভিডিও শেয়ার করেছেন শিল্পী ।
গানের পঙক্তি হল :
অবৈধ ভোটারের খেলা,
চলবে না আর ওগো খালা ।
কাঁপবে এবার ১৪ তলা,
করছে তোমার বুক চিনচিন ।
SIR টা হচ্ছে হতে দিন
ও বেগম অর্বাচীন ।
যদি করো বাড়াবাড়ি,
রাষ্ট্রপতি শাসন জারি ।
বুঝবে তখন দুরাচারী,
সমান যায়না চিরদিন ।
SIR টা হচ্ছে হতে দিন
বেগম অর্বাচীন ।
দাঙ্গাবাজ ভাইপো যত,
সামলে রেখো বিপদ নয়তো ।
আইন কানুনকে সম্মান করো,
নইলে বাজবে ঘন্টা ঠনঠন দিন ।
SIR টা হচ্ছে হতে দিন
ও বেগম অর্বাচীন ।
তুমি চিল্লাচিল্লি যতই করো,
আসছে তোমার শেষের দিন ।
প্রসঙ্গত,ধর্ষক বৃদ্ধ এনামুল হকের ফাঁসির দাবিতে যাঁরা সরব হয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ এই গ্রেপ্তারির ঘটনাতেও তীব্র ক্ষোভপ্রকাশ করেছে বিজেপি । শুক্রবার মেখলিগঞ্জ বিধানসভা অঞ্চলে বিজেপি-র ডাকে এক প্রতিবাদ মিছিল এবং সভা আয়োজন করা হয়। মূলত, আন্দোলনকারী প্রতিবাদীদের ‘অন্যায়ভাবে’ গ্রেফতারের প্রতিবাদ এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতেই এই কর্মসূচি আয়োজন করা হয়। এই সভা থেকে বিজেপি নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দেন, ধৃত আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তি না দিলে এবং অভিযোগ প্রমাণের পর সংশ্লিষ্ট ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে দল।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি শ্যামল রায়, সাধারণ সম্পাদক দধিরাম রায়। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি আশেকার রহমান, সঞ্জীব চন্দ্র রায়, বিমল রায়, পীযূষ কান্তি রায়, শঙ্কর বর্মন, বিধানসভা কনভেনার বিমল রায়, কো-কনভেনার পবন ভাদানী এবং বিজেপি নেতা শ্যামল চন্দ্র বর্মন-সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব। প্রতিবাদের ভাষা হিসেবে মঞ্চে ভাওয়াইয়া ও লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী মণীন্দ্র বর্মন ও ঈশ্বর রায়। তাঁদের প্রতিবাদী গানের মাধ্যমে প্রশাসনের ভূমিকা এবং নারী নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়।
মনীন্দ্র বর্মন ফেসবুক পেজে গানের ভিডিও শেয়ার করে লিখেছেন,”তুমি চিল্লাচিল্লি যতই করো/আসছে তোমার শেষের দিন/SIR টা হচ্ছে হতে দিন/ও বেগম অর্বাচীন/SIR টা হচ্ছে হতে দিন। মেখলিগঞ্জের জামানদহে এক ‘জে*হাদী’ বৃদ্ধ কর্তৃক এক নাবালিকা হিন্দু স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বিশিষ্ট প্রতিবাদী গায়ক মনীন্দ্র বর্মনের সুমধুর কন্ঠে একটি অসাধারণ গান। শুনুন এবং শেয়ার করে সবাইকে শোনান৷”

