এইদিন ওয়েবডেস্ক,পাটনা,২৪ জুন : একদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যখন নরেন্দ্র মোদী বিরোধী জোট গড়তে উঠেপড়ে লেগেছেন,অন্যদিকে তখন একের পর এক নির্মীয়মান সেতু ভেঙে পড়তে শুরু করেছে । চলতি মাসের ৪ তারিখে খাগরিয়া- ভাগলপুর জেলাকে সংযুক্তকারী সেতু ভেঙে পড়ে । তাতে এক নিরাপত্তারক্ষী নিহত হয় । খাগরিয়া জেলায় ঘটনার ৩ সপ্তাহের মধ্যে ফের ভেঙে পড়ল একটা সেতু । এবার বিহারের কিষাণগঞ্জ জেলায় মেচি নদীর উপর নির্মীয়মান ফ্লাইওভারটি ধসে পড়েছে । প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যায়ে ওই ফ্লাইওভারটি নির্মান করা হচ্ছিল বলে জানা গেছে।
এনএএইচআই-এর প্রজেক্ট ডিরেক্টর অরবিন্দ কুমার বলেছেন যে পাটনা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মেচি নদীর উপর যে ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছে সেখানে এই দুর্ঘটনাটি ঘটেছে । এনএইচ-৩২৭ই সফলভাবে সম্পন্ন হলে, কিশানগঞ্জ-কাঠিহারকে সংযুক্ত করা সম্ভব হবে । সৌভাগ্যক্রমে দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে তিনি জানান ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,মানুষের নিরাপত্তা কথা লাটে তুলে দিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু নির্মানের ফলেই বারবার বিহারে এই ঘটনা ঘটেছে । প্রজেক্ট ডিরেক্টর অরবিন্দ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে ।।