এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ জুন : এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১০ বছর সরকার চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই প্রথম তাঁকে জোটসঙ্গীদের সমর্থন নিয়ে সরকার গড়তে হচ্ছে । দুই বৃহৎ শরিক দল জেডিইউ ও টিডিপি মোদী-৩ সরকারের কিংমেকার । এদিকে বিপক্ষ ইন্ডি জোট তাদের এনডিএ থেকে নিজেদের শিবিরে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে । ফলে গুরুত্ব বেড়েছে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের । আজ সকালে রাজধানীর ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে বিজেপি ও শরিক দলগুলোর বৈঠক হয়ে গেছে । দীর্ঘ আলোচনায় রফা চুড়ান্ত হওয়ার পর এনডিএ জোটকে সমর্থন দিলেন নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু । দুই দলনেতার কাছ থেকে লিখিত সমর্থন পাওয়ার পর আজ রাতেই বিজেপি রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছে বলে খবর । তবে নরেন্দ্র মোদী সরকারকে সমর্থনের জন্য তারা মন্ত্রীত্ব নিয়ে বেশ কিছু দাবি পেশ করেছে সহযোগী দলগুলো ।
অসমর্থিত সূত্রের খবর,সমর্থনের বিনিময়ে স্পীকার পদ এবং ৫-৬ টি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। নীতীশ ৩-৫ মন্ত্রীত্ব দাবি করেছেন । জীতেনরাম মাঝিসহ অনান্যরাও ১-২ টি করে মন্ত্রিত্ব দাবি করেছে বলে খবর । এটাও দাবি করা হচ্ছে যে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে মেনে নিতে চাইছেন না নীতিশ । এখন বিজেপি জোট শরিকদের মন্ত্রীত্ব নিয়ে দরকষাকষি কতটা মেনে নেয় সেটাই দেখার বিষয় । এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু ছাড়াও উপস্থিত ছিলেন অমিত শাহ,রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, চিরাগ পাসোয়ান, পবন কল্যাণ, একনাথ শিণ্ডে, জীতেনরাম মাঝিসহ অনান্য শরিক দলের প্রতিনিধিরাও ।।