এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ এপ্রিল : লোকসভা নির্বাচন-২০২৪ এর আগে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে আসরে নেমে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিশীথ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব । সোমবার কলকাতায় এসে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনিয়ে একপ্রস্থ আলোচনা করেন তাঁরা । পরে নবান্নে নিশীথ-তেজস্বীকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন মমতা ।
নিশীথ কুমার বলেন,’আলোচনা ফলপ্রসূ হয়েছে । যত বেশি সংখ্যক দলকে একজোট করা যায় সেই লক্ষ্যেই আমরা এগুচ্ছি । ‘ এরাজ্যের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন,’সব সব মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন,কেন্দ্র কি করেছে ?’ পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে তিনি বলেন,’কেন্দ্রে যে সরকার রয়েছে তারা দেশের উন্নয়নের জন্য কিছুই করছে না,কেবল নিজের প্রচার করছে ।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’বিজেপির বিরুদ্ধে জোট গঠনে খুব ভালো উদ্যোগ নিয়েছেন ওনারা । আজ অল্পসল্প কিছু কথাও হয়েছে ওনাদের সঙ্গে ।’ তিনি নরেন্দ্র মোদীর নাম না করে বলেন,’মিডিয়ার সমর্থনে অনেক বড় হিরো হয়ে গেছেন । ভূয়ো ভিডিও করে আর মিথ্যা কথা বলে খালি অপপ্রচার চালায় ।’ তবে জোটে কংগ্রেসের অন্তভূক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে অসন্তুষ্ট হতে দেখা যায় মমতাকে । তিনি বলেন, ‘আমরা সবাই একজোট আছি ।’ সেই সঙ্গে তিনি জানিয়ে দেন বিজেপির বিরুদ্ধে জোট গঠনে তাঁর কোনো “ইগো” নেই । তবে এদিনের সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ অন্য কথা বলছে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল ।।