গভীর নিশি রাত্রি—
জানালার পাশে বিছানা স্বপ্নের মাঝে
হঠাৎ তোমার নরম হাতের স্পর্শ
প্রতিচ্ছবি,,, একটু একটু করে প্রেমের বিনিময়।
ঘুম ভাঙ্গে বিছানায় আমি একলা
চারিদিকে ঘোর অন্ধকার জন্তু-জানোয়ারের
একটা হালকা মৃদু আওয়াজ ভেসে আসে
তখন ও… স্বপ্নের বিভোরে আমি তোমার আলিঙ্গনে
মেতে উঠেছি এই নিশি রাত্রিতে।
হাজার গল্প কথা লেখা যায় কলমের কালিতে
বহু স্বপ্ন বাস্তবের প্রেক্ষাপটে।
যা ভাবিনি কখনোও কোনদিন
সে সব দেখতে হয় এই জীবনে
প্রতিদিন কোন না কোন নতুন দৃশ্য
কত সম্পর্ক থাকে স্থায়ী কিংবা অস্থায়ী হয়ে।
গভীর নিশি রাতের গল্প শেষ নেই
তুমি যদি প্রতিদিন এভাবেই লিখতে থাকো
আমি পড়বো নিশ্চয়ই নিশ্চয়ই,
হতে পারে তোমার রাগ আক্রোশ
মনে রাখে না তুমি যে অতি আপন,
দুঃখ যন্ত্রণা সব মুছে গেছে,,,তোমার প্রেমের বাঁধনে
যায় বোঝা!
নিশি রাতের সেই সমস্ত ছায়া, প্রতিচ্ছবির স্বপ্নগুলোতে।