এইদিন ওয়েব ডেস্ক,বর্ধমান,১৭ নভেম্বর : বর্ধমান শহরতলী এলাকা থেকে উদ্ধার হল একটি নীলগাই । মঙ্গলবার সকালে বর্ধমান শহরের গোদা এলাকায় ২-নম্বর জাতীয় সড়ক পথের ধারে দাঁড়িয়েছিল ওই নীলগাইটি। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশ ও বনদপ্তরে খবর দিলে নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় । নীলগাইটি বর্ধমান রমনাবাগানে অভয়ারন্যে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয়রা জানিয়েছেন,ওই নীলগাইটির পায়ে আঘাত ছিল। ফলে হাঁটাচলা করতে পারছিল না । স্থানীয়দের অনুমান,প্রানীটিকে গাড়িতে চাপিয়ে পাচার করা হচ্ছিল । তারপর গোদার কাছে নীলগাইটি কোনওভাবে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে । সেই কারনে তার পায়ে চোট লাগে ।
বছর দুয়েক আগে পূর্ব বর্ধমানের খন্ডঘোষের চাগ্রামে থেকে একটি নীলগাই উদ্ধার হয়েছিল । এরপর এদিন বর্ধমানের গোদা এলাকা থেকে মিললো বিরল প্রজাতীর এই প্রানী । কোথা থেকে কিভাবে নীলগাইটি গোদা এলাকায় এলো তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ ।।