দিব্যেন্দু রায়,কেতুগ্রাম,(পূর্ব বর্ধমান),০৩ মে : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-২ ব্লকের গঙ্গাটিকুরি কৃষিখামারে চুরির ঘটনায় ওই কৃষিখামারের নৈশপ্রহরীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতের নাম সঞ্জয় সাহা(৪৭) । তিনি শক্তিগড় থানার বড়শুলে সরকারি আবাসনে থাকেন ৷ গঙ্গাটিকুরি কৃষিখামারের ফার্ম ম্যানেজার বাসুদেব সরকারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ । বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ৷
সম্প্রতি গঙ্গাটিকুরি কৃষিখামারের ম্যানেজার বাসুদেব সরকার কেতুগ্রাম থানায় দায়ের করা অভিযোগে জানান,কৃষিখামার থেকে তিনটি পাওয়ার টিলার, চারটি পাম্পসেট,একটি পুরানো লোহার গেট এবং ট্রাকটরের কিছু যন্ত্রপাতি চুরি গেছে । তিনি দাবি করেন,২০ এপ্রিল পর্যন্ত ওই সমস্ত সামগ্রীগুলি ফার্ম হাউসে ছিল । তারপর মাঝে ৩ দিন ছুটির পর ২৪ এপ্রিল তিনি কর্মস্থলে এসে দেখেন সেগুলি আর নেই । এনিয়ে নৈশপ্রহরী সঞ্জয় সাহার কাছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান । ফলে তিনি বিষয়টি পুলিশকে জানাতে বাধ্য হন ।
জানা গেছে,অভিযোগের ভিত্তিতে গঙ্গাটিকুরি কৃষিখামারের নৈশপ্রহরীকে মঙ্গলবার আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । কিন্তু তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি থাকায় শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় । পুলিশ জানিয়েছে,ধৃতকে জেরা করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে ।।