এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,০২ নভেম্বর : সোমবার এবং মঙ্গলবারের মধ্যে নাইজেরিয়ার ইয়োবে রাজ্যে কমপক্ষে ৪০ জন খ্রিস্টানকে হত্যা করেছে । জঙ্গিরা গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি করে এবং একটি ল্যান্ড মাইন স্থাপন করে ওই গ্রামবাসীদের মেরে ফেলেছে । বুধবার পুলিশের মুখপাত্র আব্দুল করিম ডুঙ্গুস বলেছেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইয়োবে রাজ্যের গাইদাম স্থানীয় সরকারের অধীনে গুরোকায়েয়া গ্রামে সন্ত্রাসবাদীরা গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যা করে এবং মঙ্গলবার একটি স্থল মাইন বিস্ফোরণে অন্তত ২০ জন গ্রামবাসী নিহত হয়েছে । ডেইলি ট্রাস্টের মতে, মঙ্গলবার রাজ্যের গিদাম স্থানীয় সরকার এলাকার গুমসা শহরের কাছে মিত্তিরি গ্রামের গনিতে বোমাটি বিস্ফোরিত হয় । নিহতদের বেশিরভাগই শিশু এবং মহিলা । ওই ২০ জন গ্রামবাসী আগের হামলার শিকারদের কবরস্থ করে বাড়ি ফিরছিল ।
নাইজেরিয়ায় বোর্নো রাজ্য হল ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের কেন্দ্রস্থল । দীর্ঘ ১৪ বছর ধরে তারা কয়েক হাজার খ্রিস্টানকে নির্বিচারে হত্যা করেছে । অগনিত মহিলাকে অপহরণ করে যৌন দাসী করে রেখেছে । সন্ত্রাসবাদীরা প্রচুর গ্রাম দখল করে নেওয়ায় আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লক্ষ মানুষ ।
সন্ত্রাসীদের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেছেন,’সম্প্রতি বোকো হারাম বেসামরিক, কৃষক এবং পশুপালকদের উপর তাদের আক্রমণ বাড়িয়েছে । মঙ্গলবারে বিস্ফোরণের পর এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং চারজন অল্পবিস্তর আহত হয়ে অবস্থায় গ্রামে রয়ে গেছে ।’।