এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,১৮ জানুয়ারী : নাইজেরিয়ার ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ৭৭ জন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়োর ঘনবসতিপূর্ণ ইবাদান শহরের বোদিজা এলাকায় । বিস্ফোরণের জেরে বেশ ২০ টির অধিক ভবন ধুলিস্যাৎ হয়ে যায় । বুধবার সকাল থেকে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করে । ওয়োর গভর্নর সেইয়ি মাকিন্দে বলেন, অবৈধ খনন কাজে ব্যবহারের জন্য মজুত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।তদন্ত চলছে এবং যারা এর জন্য দায়ী তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে ।’
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ ইবাদান শহরের ঘন জনবসতিপূর্ণ বোদিজা এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে গোটা এলাকা কেঁপে ওঠে । ভেঙে পড়ে ২০ টির অধিক ভবন । এতে ৩ জন নিহত এবং ৭৭ জন আহত হয় । উদ্ধারকর্মীরা আটকে পড়াদের সন্ধানে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে ।গভর্নর জানিয়েছেন, আহত ৭৭ জনের অধিকাংশকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি থাকা বাকিদের চিকিৎসার খরচ বহন করা হবে এবং যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি ।।