উষ্ণতায় মাখামাখি হওয়া শীতের আলতো দুপুরে
ঠোঁটের মিষ্টি সুবাস নিমেষে নিংড়ে নিয়ে
ঝটকায় সব ভালোলাগা ঝেড়ে ফেলে দেওয়াটাও একটা আর্ট।
টানটান উত্তেজনা নিয়ে তখনও তাকিয়েই থাকি ধুলো উড়িয়ে চলে যাওয়া সস্তা রাস্তার দিকে।
অনুভূতি বুঝি তোমার মনে বিক্রি হবে বলে ঘুণ পোকার মতো বাসা বেঁধেছিল!
টের পেতে দাওনি মুহূর্তের জন্যও ব্যবসা করে মুনাফা পেলে আমায় নিয়ে।
জমিয়ে রাখো তহবিলের ভান্ডার অনেক তালাচাবি দিয়ে
সিঁধেল চোরের মতো সব কিছু লুটে নিয়ে যাবে যেদিন তোমারই অজান্তে
পারবে তো কড়া পাহারার কোনো চৌকিদার রাখতে?
এ নয় আগলে রাখার জিনিস
তবু চাও বুকের হাড় পাঁজরের ভিতরও যদি লুকিয়ে রাখা যায়
সব গোপন দরজা একদিন হাট করে খুলে দেবে সময়
দাঁড়িয়ে দেখবে নিয়তির খেলা কতো সুবিচার করে সকলেরই সাথে সমানভাবে।।