এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ মে : জম্মু- কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা তথা জেকেএলএফ প্রধান ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চেয়েছে জাতীয় তদন্ত সংস্থা(এনআইএ) । সোমবার দিল্লি হাইকোর্টে এই আবেদনের শুনানি করবেন বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, তলওয়ান্ত সিংয়ের ডিভিশন বেঞ্চ।
টেরর ফান্ডিং মামলায় ২০২২ সালের মে মাসে গ্রেফতার করা হয়েছিল ইয়াসিন মালিককে । স্পেশাল এনআইএ কোর্টে তার যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয় । মালিক বর্তমানে জঙ্গি অর্থায়ন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন । মালিক কারাদণ্ড থেকে অব্যাহতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন । অন্যদিকে এনআইএ তার মৃত্যুদণ্ডের দাবি জানায় ট্রায়াল কোর্টে ।।