এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ ডিসেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট (আইএসআইএস) সংক্রান্ত ষড়যন্ত্রের মামলায় কর্ণাটক এবং মহারাষ্ট্রে ৪০ টিরও বেশি জায়গায় অভিযান চালালো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । আজ শনিবার সকাল থেকে এনআইএ কর্ণাটকের ১ টি,পুনেতে ২ টি,থানে গ্রামীণে ৩ টি,থানে সিটিতে ৯ টি এবং ভাইন্দরে ১ টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ৷ এনআইএ এই অভিযানে ইসলামি স্টেট -এর সাথে যুক্ত পুনে থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে ।
সম্প্রতি পুনেতে ইসলামি স্টেট মডিউল ফাঁস করে এনআইএ । আদালতে পেশ করা চার্জশিটে এমন ৭ আইএসআইএস সন্ত্রাসীর কথা উল্লেখ করা হয়েছে যারা দিনে নামকরা কোম্পানিতে কাজ করত এবং রাতে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যেত । ওই সন্ত্রাসীরা কাফেরদের (অমুসলিম) হত্যা করার পরিকল্পনা করেছিল এবং তারা ভারতীয় সংবিধানকে ‘হারাম’ (অ-ইসলামিক) বলে মনে করেছিল বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে । এমনকি তারা নাশকতার জন্য আইইডি তৈরি ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল । বিস্ফোরক তৈরির জন্য সাধারণত কোডওয়ার্ড ব্যবহার করত । সালফিউরিক অ্যাসিডের জন্য ভিনেগার, হাইড্রোজেন পারক্সাইডের জন্য শরবত এবং অ্যাসিটোনের জন্য গোলাপ জলের মতো কোডওয়ার্ডগুলি ব্যবহার করা হচ্ছিল। হামলার জন্য মহারাষ্ট্রের কিছু জায়গাকেও তারা চিহ্নিত করে রেখেছিল বলে জানতে পেরেছে এনআইএ । ড্রোনের সাহায্যে মহারাষ্ট্র ছাড়াও গোয়া, কেরালা এবং কর্ণাটকের কিছু অংশে রেইকিতে ছবি ও ভিডিও সংগ্রহ করে রেখেছিল ওই সন্ত্রাসবাদীরা । দিল্লির দাঙ্গা ও শারজিল ইমামের সঙ্গে এই মডিউলের যোগসূত্রও ছিল বলে জানতে পেরেছে জাতীয় তদন্তকারী দল ।।