এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ সেপ্টেম্বর : পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার(পিএফআই) সঙ্গে সম্পর্কিত ২৩ জায়গায় অভিযান চালালো ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । সন্ত্রাসবাদী কর্মকান্ডে অর্থলগ্নী এবং প্রত্যক্ষ ভাবে সন্ত্রাসবাদে যুক্ত থাকার মামলায় রবিবার সকাল থেকেই কুর্নুল, নেলোর, কুদ্দাপাহ, অন্ধ্রপ্রদেশের গুন্টুর এবং তেলেঙ্গানার নিজামবাদে সন্দেহভাজনদের বাড়ি ও ব্যবসায়িক জায়গাতে তল্লাশি অভিযান চলে । এনআইএ নিজামবাদের একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রেও অভিযান চালায় । অভিযোগ, ক্যারাটে প্রশিক্ষণের আড়ালে সেখানে সন্ত্রাসবাদী প্রশিক্ষণ দেওয়া হত ।
জানা গেছে,নেলোর জেলার বুচিতে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনআইএ । খাজা নগরে একটি খাবারের দোকান চালাতো ওই ব্যক্তি ।
তার বিরুদ্ধে সন্ত্রাসবাসী কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে । ইলিয়াস বিগত ৩ মাস ধরে নিখোঁজ রয়েছে । ইলিয়াস না পেয়ে তার পরিবারের সদস্যদের ম্যারাথন জেরা করে এনআইএ ।
পাশাপাশি নিজামবাদে একটি ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয় এনআইএর দল । আবদুল কাদির নামে ওই প্রশিক্ষক পিএফআই-এর সাথে যুক্ত । সে ক্যারাটের আড়ালে মুসলিম যুবকদের দিয়ে দাঙ্গার পরিকল্পনা করার প্রশিক্ষণ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে । আর পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) ক্যারটে ট্রেনিং ক্যাম্পের নামে চালানো সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবিরে অর্থ লগ্নি করেছিল বলে অভিযোগ উঠছে । এমনকি বিদেশ থেকেও অর্থ আসার প্রমান পেয়েছে এনআইএ ।
উল্লেখ্য, ইতিমধ্যেই পিএফআইয়ের জেলা আহ্বায়ক শাদুল্লাহ, মোহাম্মদ ইমরান এবং মহম্মদ আবদুল মবিনকে গ্রেপ্তার করেছে এনআইএ । তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল । এছাড়া রবিবারের অভিযানে বেশ কিছু ডিজিটাল সরঞ্জাম, নথি, ৮ লক্ষেরও বেশি নগদ অর্থ উদ্ধার করেছে এনআইএ । পাশাপাশি চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে ।।
ফাইল ছবি ।