এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,০১ ডিসেম্বর : দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পিছনে থাকা “হোয়াইট-কলার” সন্ত্রাসী মডিউলের সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাম জেলার একাধিক স্থানে অভিযান চালিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। কর্মকর্তারা জানিয়েছেন, এনআইএ দলগুলি শোপিয়ানে মৌলবী ইরফান আহমেদ ওয়াগের বাসভবনে তল্লাশি চালিয়েছে। গত মাসের গোড়ার দিকে ফাঁস হওয়া ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউলের মৌলবাদ এবং নিয়োগের মূল পরিকল্পনাকারী হিসেবে ওয়াগের আবির্ভাব হয়েছে।
অক্টোবরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গত মাসে গাড়ি বিস্ফোরণের তদন্তের দায়িত্ব নেওয়ার পর এনআইএ তাকে হেফাজতে নেয়। এই বিস্ফোরণে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
পুলওয়ামা জেলার কোয়েল, চাঁদগাম, মালাংপোরা এবং সাম্বুরা এলাকায়ও অভিযান চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই স্থানগুলি দিল্লির গাড়ি বিস্ফোরণ মামলার সাথে যুক্ত ব্যক্তিদের সাথে যুক্ত বলেও জানান কর্মকর্তারা। এছাড়াও, সংস্থাটি নভেম্বরের প্রথম সপ্তাহে উত্তর প্রদেশের সাহারানপুর থেকে গ্রেপ্তার হওয়া ডাঃ আদিল আহমেদ রাথেরের বাসভবনে তল্লাশি চালায়।
দিল্লি বিস্ফোরণের ঘটনায় পাকিস্তানি জৈশ-ই-মহম্মদ সহ বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের যোগ রয়েছে তা অনেকটাই স্পষ্ট। ধৃত চিকিৎসকদের প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের । এই আবহে রবিবার আরও খালিস্তানি সন্ত্রাসীসহ মোট তিন জনকে পাকড়াও করেছে দিল্লি পুলিশের বিশেষ সেল।।

