এইদিন ওয়েবডেস্ক,ডালখোলায(উত্তর দিনাজপুর),২৭ ফেব্রুয়ারী : উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করলো এনআইএ । সোমবার নয়াদিল্লি থেকে জারি করা একটি প্রেস রিলিজে এনআইএ জানিয়েছে ধৃত ১৬ জনের নাম আফরোজ আলম, মোঃ আশরাফ, মোঃ ইমতিয়াজ আলম,মোঃ ইরফান আলম, কায়সার,মোঃ ফরিদ আলম,মোঃ ফুরকান আলম,মোঃ পাপ্পু,মোঃ সুলেমান,মোঃ জান্নাত আলম,মোঃ সারজান,মোঃ নুরুল,মোঃ ওয়াসিম, মোঃ সাল্লাউদ্দিন,ওয়াসিম আকরাম এবং মোঃ তানভীর আলম । ধৃতরা প্রত্যেকেই ডাল খোলার বাসিন্দা । জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ) বলেছে,একটি সাম্প্রদায়িক ধর্মীয় মিছিলে হামলার ষড়যন্ত্র এবং চালানোর জন্য ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলাকালীন যে তথ্য প্রকাশ্যে এসেছে এবং সহিংসতার ভিডিও ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ।
হামলার ঘটনাটি ঘটে ২০২৩ সালের ৩০ শে মার্চ । বিহার সীমানা লাগোয়া উত্তর দিনাজপুরের ডালখোলায় রাম নবমীর শোভাযাত্রার ওপর হামলা হয়। এই ঘটনার জেরেই একজনের মৃত্যু হয় । পাশাপাশি হাওড়ার শিবপুরেও রাম নবমীর শোভাযাত্রায় হামলা হয় । শোভাযাত্রা লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে শিবপুরের কাজিপাড়ায়। শোভাযাত্রা লক্ষ্য করে বোমা, পেট্রল বোমা, কাচের বোতল ছোড়া হয় । শোভাযাত্রায় অংশগ্রহণকারী ১৫ – ২০ জন রামভক্ত আহত হয় । ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বেশ কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং টিয়ার গ্যাসের সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
হাওড়া এবং ডালখোলার এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী নামানোর আবেদনও জানান । ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রক এবং মুখ্য সচিবকে টুইট করে বিরোধী দলনেতার আবেদন করেন যে পুলিশ।পরিস্থিতি সামলাতে পারছে না। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে রাজ্য প্রশাসনকে যোগাযোগের পরামর্শ দেন তিনি । সেই সাথে ওই ২ ঘটনার সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্য প্রশাসন পক্ষপাতদুষ্ট। তাঁরা শোভাযাত্রায় হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না । মুখ্যমন্ত্রী বলছেন,রমজান মাসে হামলাকারীরা কোনও খারাপ কাজ করতে পারে না। অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হামলা কারা করেছে। তাই সিবিআই ছাড়া এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ) প্রেস রিলিজে বলেছে,রাজ্য পুলিশ প্রাথমিকভাবে উত্তর ডালখোলার তাজামুল চকে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ১৬২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল । পরবর্তীতে কলকাতা হাইকোর্ট ২০২৩ সালের ২৭ শে এপ্রিল সাম্প্রদায়িক সহিংসতা সংক্রান্ত মামলাগুলি এনআইএ-র স্থানান্তরের নির্দেশ দেয় । তদনুসারে,এনআইএ সহ ওই সাম্প্রদায়িক হিংসার ঘটনার ৬ টি মামলার তদন্ত শুরু করে । এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে এনআইএ ।।