এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৫ নভেম্বর : কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বেল্লারের বাসিন্দা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) যুব শাখার নেতা প্রবীণ নেত্তারুকে খুনের ঘটনায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ১৫ তম অভিযুক্তকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । ধৃত শহিদ এম (Shaheed M,26) দক্ষিণ কন্নড় জেলার বেলারে গ্রামের বাসিন্দা । এনআইএ জানিয়েছে, শনিবার কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় অনুসন্ধানের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে । এনআইএর মুখপাত্র বলেছেন যে অভিযানের সময় অভিযুক্তের বাড়ি থেকে অপরাধমূলক নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। শহীদকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনআইএ । নেত্তারুকে হত্যার তদন্তে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কর্তৃক গ্রেপ্তারকৃত ১৫ তম অভিযুক্ত শহিদ ।
চলতি বছরের ২৬ জুলাই ওই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা বিজেপি নেতা প্রবীণ নেত্তারুকে নৃশংসভাবে খুন করে । পরের দিন ২৭ জুলাই দক্ষিণ কন্নড় জেলার বেলারে থানায় প্রাথমিকভাবে একটি মামলা
নথিভুক্ত করা হয় । পরে ৪ আগস্ট এনআইএ দ্বারা পুনরায় একটি মামলা রজু করা হয় । এর আগে ৫ নভেম্বর এই মামলায় তিনজনকে গ্রেফতার করেছিল এনআইএ । আগস্টে তদন্তকারী দল মামলার পাঁচ প্রধান আসামিকে ছয় দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছিল । এনআইএ জানিয়েছিল,তদন্ত থেকে জানা গেছে যে নেত্তারুকে হত্যা করার জন্য ওই সন্ত্রাসবাদী সংগঠনের নেতা ও সদস্যরা একটি ষড়যন্ত্র করেছিল ৷ মাসুদ নামে একজনের হত্যার প্রতিশোধ নিতে এবং জনগণের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতেই নেত্তারুকে খুন করা হয়েছিল বলে জানতে পারে জাতীয় তদন্তকারী দল ।।