এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২০ মার্চ : গত বছর মার্চ মাসে হাওড়া জেলার শিবপুরে রামনবমীর শোভাযাত্রায় হামলার ঘটনায় আরও ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার একটি প্রেস রিলিজে এন আই এ জানিয়েছে ধৃতদের নাম শামীম আহমেদ ওরফে বেরে, মেহমুদ আলম, মেহফুজ আলম ওরফে সোনু, শামশাদ আলম ওরফে দানিশ, মোহাম্মদ আলী ওরফে সুরাজ, সেলিম জাভেদ ওরফে জাওয়াদ, সরফরাজ আলম ওরফে লালন, ফিরোজ খান, মোহম্মদ সমীর আনসারী ওরফে রাজ এবং শামশাদ হুসেন, শামশাদ আলী ওরফে রাজা। ধৃতরা সবাই হাওড়ার শিবপুরের বাসিন্দা।ধৃতদের মধ্যে শামীম আহমেদের স্ত্রী শামীমা হাওড়া কর্পোরেশনের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে জানা গেছে ।
বিবৃতিতে বলা হয়েছে,২০২৩ সালের ৩০ মার্চ হাওড়া পুলিশ কমিশনারেটের শিবপুরে রাম নবমী উদযাপনের জন্য একটি মিছিল চলাকালীন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের উপর হামলার ষড়যন্ত্র এবং সংঘটিত করার জন্য এই ১১ জন অভিযুক্তও জড়িত ছিল। তদন্তে, বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্ত করেছে এনআইএ৷
হাওড়ার শিবপুরের চতুর্থ বাই লেন, পিএম বস্তি এলাকায় হামলার ফলে শুরু হওয়া সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ প্রাথমিকভাবে ৩৬ জনের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করেছিল। কলকাতার হাইকোর্ট ২০২৩ সালের ২৭ এপ্রিল রাম নবমী উদযাপনের সময় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার সাথে সম্পর্কিত সমস্ত মামলা এনআইএ-তে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল।
এন আই এ আরও জানিয়েছে,তদন্তগুলি এনআইএ-কে অন্যান্য বড় প্রকাশের দিকেও নিয়ে যায়, যার ফলে এই গ্রেপ্তারগুলি, সেইসাথে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এন আই এ মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে ।।