দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ এপ্রিল : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা উঠে যাওয়ার খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-১ ব্লকের শ্রীখন্ড এলাকায় । আতঙ্কিত গ্রাহকরা শুক্রবার বিকেলে ব্যাঙ্কের সামনে এসে জড়ো হন । তাঁরা ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান । শেষে কাটোয়া থানা থেকে পুলিশ গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে ।
জানা গেছে, শ্রীখন্ড গ্রামে ওই একটিই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা রয়েছে ৷ বছর আটেক আগে শাখাটি চালু হয় । বর্তমানে প্রায় ১৪ হাজার গ্রাহক রয়েছে ব্যাঙ্কের শাখাটিতে । ব্যবসা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন ওই শাখা থেকেই হয় । এছাড়া ১৫৬ জন অবসরপ্রাপ্ত সরকারী কর্মীর অ্যাকাউন্ট রয়েছে ওই শাখায় । সেখানে তাঁদের পেনশনের টাকাও ঢোকে ।
জানা গেছে,জনৈক এক গ্রামবাসীর বাড়ি ভাড়া নিয়ে ব্যাঙ্কের শাখাটি চলছে । দিন কয়েক আগে বাড়ির মালিককে একটি নোটিশ পাঠায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷ তাতে জানানো হয় আগামী ৫ জুলাই এর মধ্যে ব্যাঙ্ক তাঁর বাড়ি ছেড়ে দেবে । আর একথা চাওড় হতেই ব্যাঙ্ক উঠে যাওয়া নিয়ে কানাঘুষো শুরু হয় । শেষে এদিন ক্ষিপ্ত গ্রাহকরা জড়ো হয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে ।
ব্যাঙ্কের গ্রাহক বাপ্পা ঘোষ, কপিল সামন্ত,সুখেন্দু দত্তরা বলেন, ‘আশপাশে কোনও ব্যাঙ্কও নেই যে আমরা সেখানে গিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবো । এই অবস্থায় যদি ব্যাঙ্কের এই শাখাটি উঠে যায় তাহলে আমাদের চুড়ান্ত নাকাল হতে হবে ।’ ব্যাঙ্কের ওই শাখার ম্যানেজার বিনীত কুমার বলেন, ‘বাড়ি ভাড়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই নিয়ম অনুযায়ী মালিককে নোটিশ করে জানানো হয়েছে । তবে এই শাখা উঠে যাবে কিনা তা আমার জানা নেই ।’ যদিও ব্যাঙ্ক ম্যানেজার স্পষ্ট করে কিছু না বললেও শাখাটি উঠে যাওয়ার বিষয়ে এক প্রকার নিশ্চিত গ্রাহকরা । তাঁরা ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন । ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন,গ্রাহকদের বক্তব্য রিজিওনাল ম্য্যানেজারকে তিনি জানাবেন ।।