এইদিন স্পোর্টস নিউজ,১৭ অক্টোবর : প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে, দিনের খেলা শেষে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে এবং ১৩৪ রানের লিড নিয়েছে । ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ভারত প্রথমে ব্যাটিংয়ে ব্যর্থ হয় । ভারতের দেওয়া মাত্র ৪৬ রানের নগণ্য রান সামনে রেখে নিউজিল্যান্ড দল দ্বিতীয় দিনের খেলা শেষে ১৩৪ রানের লিডও বজায় রেখেছে।নিউজিল্যান্ডের হয়ে ডেভান কনওয়ে ৯১ রান, উইল ইয়ং ৩৩ রান এবং ওপেনার টম ল্যাথাম ১৫ রান করেন । ক্রিজে রয়েছেন ড্যারিল মিচেল(১৪) এবং রচিন রবীন্দ্র(২২) । রবিচন্দ্রন অশ্বিন,কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা একটা করে উইকেট নিয়েছেন ।
বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিউই পেসারদের সামনে কার্যত অসহায় দেখায় ভারতীয় ব্যাটারদের। পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। ২ অঙ্কের রান করতে পেরেছেন মাত্র ২ জন। সবমিলিয়ে লজ্জার নজির গড়ল টিম ইন্ডিয়া।বিরাট কোহলি, সরফরাজ খান, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারা শূন্য রানে ফিরেছেন। সপ্তম ওভারে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। কিউইদের আগুনে বোলিং সামলে রান তুলতে কিছুটা চেষ্টা করেছিলেন ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল। ২০ এবং ১৩ রান করে আউট হয়ে যান তাঁরা।।