এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ আগস্ট : শিক্ষক নিয়োগ দূর্নীতি ও গরু পাচার মামলায় জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । দলের দুই হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল বর্তমানে জেলে । এই পরিস্থিতিতে দক্ষিণ কলকাতা জুড়ে ‘নতুন তৃণমূল’ পোস্টারে ছয়লাপ । কলকাতার হাজরা ও রাসবিহারী মোড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিংয়ে লেখা রয়েছে, ‘আগামী ছ’মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল । ঠিক যেমন সাধারণ মানুষ চায় ।’ কিন্তু মানুষ কি চায় ? দূর্নীতিমুক্ত রাজনীতি নাকি শাসকদলের শীর্ষ নেতৃত্বের মুখ বদল ? বিজেপির দাবি, দূর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত তৃণমূল স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে । তাই ‘ওল্ড ওয়ান ইন নিউ বটলস্’ অর্থাৎ ‘নতুন বোতলে পুরনো মদ’ পরিবেশন করতে চলেছে শাসকদল ।
‘নতুন তৃণমূল’ পোস্টার প্রসঙ্গে জানতে চাওয়া হলে হুগলি জেলার বলাগড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের মাথায় আছেন ও থাকবেন । তবে যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত দল গড়তে চাইছেন এটা খুবই আনন্দের ।’ পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপি সিবিআই ও ইডিকে লেলিয়ে দিয়ে তৃণমূলকে ভয় দেখাতে চেষ্টা করছে । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনেও লেলিয়ে দিয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি । এবার আমাদের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে । তবে বিশেষ কিছু সুবিধা করতে পারবে না ।’
তৃণমূলের এই পোস্টার প্রসঙ্গে বলাগড় বিজেপির ১৫ নম্বর জেডপি মন্ডলসভাপতি অমিত কুমার দাস বলেন, ‘তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানী । দূর্নীতি প্রকাশ্যে চলে আসায় এবং বিজেপিকে ভয় পেয়ে এখন মালিক বদল করতে চাইছে ।’ তাঁর কথায়, ‘এটা আদপে ‘ওল্ড ওয়ান ইন নিউ বটলস্’ অর্থাৎ ‘নতুন বোতলে পুরনো মদ’ । তবে বিশেষ কিছু লাভ করতে পারবে না । বিজেপি রাজ্য থেকে তৃণমূলকে সরাবে ।’।