এইদিন ওয়েবডেস্ক,ঢাকা, ২২ জুলাই : বাংলাদেশের জিহাদিরা যতই ভারত বিদ্বেষী প্রচার চালাক না কেন, ওই ইসলামি রাষ্ট্রটির বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত । ঢাকায় বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও চিকিৎসা সরঞ্জাম পাঠালো নয়াদিল্লি ।
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে চীনের এফ-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া পর এখনো পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে । এর বাইরে গুরুতর আহত ৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের পাশে দাঁড়িয়ে প্রতিবেশীর দায়িত্ব পালন করেছে ভারত। দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্রুত সহায়তার ঘোষণা করেন । তারই অংশ হিসেবে নয়াদিল্লি থেকে ঢাকায় পাঠানো হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক দল, প্রশিক্ষিত নার্স এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বাংলাদেশে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
জানা গেছে,আজ সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিশেষ একটি মেডিকেল টিম ঢাকায় পৌঁছে গেছে । এই দলে রয়েছেন বার্ন ও ট্রমা বিশেষজ্ঞ, নিউরো ও অর্থোপেডিক সার্জন, আইসিইউ নার্স এবং অ্যাম্বুলেন্স-সাপোর্ট ইউনিটসহ সর্বাধুনিক জীবনরক্ষাকারী সরঞ্জাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাসেবা প্রদানে তাঁরা সহায়তা করবেন। এর আগে ভারতীয় বিমানবাহিনী বাংলাদেশকে মেডিকেল কার্গো পাঠাতে বিশেষ এয়ারক্রাফট প্রস্তুত রেখেছে বলে জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারত-বাংলাদেশের এই মানবিক সহযোগিতাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।।

