এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৭ জুন : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে ২০২১ সালে সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র । আর তার অব্যবহিত পরেই দেশটির শাসন ক্ষমতার দখল নেয় কট্টরপন্থী গোষ্ঠী তালিবান । তারপর এই প্রথম তালিবানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসল নয়া দিল্লি ।আফগানিস্তানে মানবিক সহায়তা বিতরণের তদারকি করতে এবং তালিবান শাসনের বরিষ্ঠ সদস্যদের সাথে আলোচনার জন্য গত সপ্তাহে একজন সিনিয়র কূটনীতিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত । দলটির নেতৃত্ব দেন ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জেপি সিং । পাকিস্তান,আফগানিস্তান এবং ইরানের সঙ্গে কুটনৈতিক বৈদেশিক সম্পর্ক দেখার দায়িত্ব মূলত তাঁর উপরেই রয়েছে । ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে,আফগানিস্তানের জনগণের প্রতি ভারতের মানবিক সহায়তার বিষয়ে মূলত আলোচনা হয়েছে তালিবান নেতৃত্বের সঙ্গে । ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘আফগানিস্তানের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে । আর সেই সুত্রে তালিবানের সাথে ভারত সম্পর্ক বজায় রেখে চলছে ।’
এই বিষয়ে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তালেবান শাসনের সাথে জড়িত হওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির কিছু স্বার্থ রয়েছে । মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিক সম্মেলনে বলেন, ‘বিশ্বজুড়ে এমন অনেক দেশ রয়েছে যাদের আফগানিস্তানে আলাদা আলাদা স্বার্থ রয়েছে এবং তারা সেই স্বার্থ অনুযায়ী তালিবানের সাথে সম্পর্ক রেখে চলছে । তালেবানের ক্ষেত্রে ভারতেরও একইভাবে কিছু স্বার্থ রয়েছে । বিভিন্ন দেশ বিভিন্ন উপায়ে তালিবানদের সাথে যুক্ত হবে ।তালিবানদের সাথে সম্পর্ক পর্যালোচনা করার জন্য কাতারের রাজধানী দোহার মাটিতে আমাদেরও একটি দল রয়েছে ।’ তিনি বলেন,’মার্কিন যুক্তরাষ্ট্র তালিবান সরকারের উপর চাপ বাড়ানোর জন্য নজরদারি চালিয়ে যাবে এবং মহিলা ও মেয়েদের অধিকার সীমিত করার ক্ষেত্রে সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে ।’
প্রসঙ্গত,তালিবান সরকারের সাথে ভারতের আনুষ্ঠানিক কোন আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই । তবে দোহাতে ভারতের একটি অফিস রয়েছে । সেখানে তালিবান প্রতিনিধিদের সাথে দেখা করছেন ভারতীয় প্রতিনিধিরা । পাশাপাশি আফগানিস্তানে ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রদানের জন্য জোর দিচ্ছে নয়াদিল্লি । ভারত মানবিক সহায়তা হিসাবে ২০ হাজার টন গম,১৩ টন ওষুধ, ৫০ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন এবং শীতের পোশাক পাঠিয়েছিল আফগানিস্তানে ।।