এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর : কানাডায় বসবাসকারী ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে নয়াদিল্লি । আজ বুধবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রালয়ের তরফে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে,’কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং সেখানকার ভারতীয় নাগরিকদের ওপর রাজনৈতিক ঘৃণামূলক হামলার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় যেসব ভারতীয় দেশটিতে ভ্রমণের কথা ভাবছেনে এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলাচলের জন্য পরামর্শ দেয়া হচ্ছে।’
বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয় যে সম্প্রতি ভারতীয় কূটনীতিবিদ ও ভারত-বিরোধী কার্যকলাপের বিরোধী ভারতীয়দের নিশানা করা হচ্ছে। তাই কানাডার যেসব এলাকায় এরকম ঘটনা ঘটেছে এবং যে এলাকায় ফের ওই ধরনের ঘটনা ঘটতে পারে, সেইসব এলাকায় যেন না যান ভারতীয়রা। কানাডায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে সেদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে আমাদের হাইকমিশন ও কনস্যুলেট জেনারেল। মন্ত্রণালয়ের সতর্ক বার্তায় বলা হয়, প্রত্যেক ভারতীয়কে বাধ্যতামূলকভাবে বিদেশ মন্ত্রণালয়ের কাছে নিজেদের তথ্য দিতে বলা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে তাদের দেশে ফিরিয়ে আনতে পারে ভারত সরকার।
এর আগে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতকে দায়ি করে কানাডার পার্লামেন্টে বক্তব্য দেন প্রধানমন্ত্রী জাস্টি ট্রুডো । শুধু তাইই নয়,ভারতের এক কূটনীতিক বহিষ্কার করে কানাডা এবং মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দেয় । তারই পালটা হিসাবে কানাডার এক শীর্ষ কূটনীতিককে ৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি । এদিন ভারতীয় নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কানাডায় চলাচলের উপর চুড়ান্ত সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রালয় ৷ ইতিমধ্যে বেশ কিছু কানাডা ত্যাগ করে বেশ কিছু ভারতীয় নিজেদের দেশে ফিরতে শুরু করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে ।।