এইদিন বিনোদন ডেস্ক,০২ ফেব্রুয়ারী : মুসলিম অভিনেত্রী হিন্দু নাম রেখে সিঁথিতে সিঁদূর লাগিয়ে পর্ণ ছবিতে অভিনয় করছেন । এমনকি ছবির পরিচালকও একজন মুসলিম ৷ কেরালার প্রাপ্তবয়ষ্ক ছবির একটা গ্যাং এভাবে দিনের পর হিন্দু সম্প্রদায়ের দুর্নাম করছে বলে অভিযোগ উঠছে । ওসেন জৈন(@ocjain4) নামে একজন এক্স ব্যবহারকারী একটি পোস্টার শেয়ার করেছেন । পোস্টারে সিঁথিতে সিঁদূর পরা একজন মহিলাকে মিনি স্কার্ট পরা অবস্থায় দেখা গেছে । ওই মহিলা ছাড়াও একজন পুরুষের ছবি রয়েছে ওই পোস্টারে৷ তাতে মালয়ালম ভাষায় লেখা হয়েছে, ‘লোলা কটেজ । নীলার ওয়েব সিরিজে অ্যালেন্সিয়ার হলেন কেন্দ্রীয় চরিত্র ।’
ওসেন জৈন তাদের পরিচয় দিয়ে লিখেছেন,’সিনেমার বিভাগ – পর্ন । সিনেমার নাম – লোলা কোটাগে । অভিনেত্রীর নাম – আসিয়া খাতুন । পরিচালক- মোহাম্মদ ইসলাম । নিজের মেয়ের বয়সী ভাইঝি আসিয়া খানকে পর্ণ অভিনেত্রী বানিয়েছে মোহাম্মদ ইসলাম৷ কেরালায় তৈরি পর্ন ছবির মধ্যে এটি একটি নতুন ওয়েব সিরিজ “লোলা কটেজ”, এর অভিনেত্রীর নাম নীলা নাম্বিয়ার বলে জানা গেছে। সিঁথিতে সিঁদুর দেখানো হচ্ছে৷’
তিনি লিখেছেন, ম’নীলা নাম্বিয়ার (আসল নাম আসিয়া) জন্মসূত্রে একজন মুসলিম – তিনি একটি সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে তিনি তার নাম পরিবর্তন করেছেন কারণ তার কাজ (মালায়ালাম পর্ন ইন্ডাস্ট্রি) ইসলামে গ্রহণযোগ্য নয়। তাই যাতে তিনি কোনও বিতর্ক ছাড়াই তার কাজ চালিয়ে যেতে পারেন সেজন্য তিনি তার নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখেন।’
ওসেন জৈনের কথায়,’কেরালার পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে জিহাদিদের দ্বারা পরিচালিত হয় এবং মুসলিমদের হিন্দু নাম গ্রহণের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর উদ্দেশ্য কী? হিন্দু নারীদের পতিতা হিসেবে চিত্রিত করা এবং নিজের সুনাম রক্ষা করে হিন্দু সম্প্রদায়ের সুনাম নষ্ট করা। এটি কেবল একটি প্রতারণা নয়, এটি হিন্দু নারী ও সমাজকে অপমান করার একটি সংগঠিত প্রচেষ্টা। হিন্দু সংগঠনগুলি কেন ব্যবস্থা নিচ্ছে না? আমাদের এই অপপ্রচার বন্ধ করতে হবে! আমাদের নারী এবং আমাদের সংস্কৃতির এই ইচ্ছাকৃত অপমান বন্ধ করতে হবে।’
তবে শুধু তিনিই নন,অন্য একজন এক্স ব্যবহারকারী (@nach1keta) একই দাবি করেছেন । তিনি লিখেছেন,’মালাপ্পুরমের একজন মুসলিম প্রাপ্তবয়স্ক মডেল আসিয়ার অদ্ভুত ঘটনা। বিবাহিত এবং ২ সন্তানের মা, তার ধর্ম সম্প্রদায় তার পেশার কারণে তাকে সমাজ থেকে বহিষ্কার করবে এই ভয়ে সে নিজের হিন্দু নাম রেখেছেন – নীলা নাম্বিয়ার। তার কৌশল কাজ করেছে! যদিও তার সবচেয়ে বড় ফ্যান ফলোয়িং এখন তার নিজের সম্প্রদায় থেকে!’