এইদিন ওয়েবডেস্ক,০৭ জুন : কথিত ধর্মনিন্দার অভিযোগে বহিষ্কৃত বিজেপির সর্বভারতীয় মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বের তাবড় মুসলিম দেশগুলি । আরব দেশের একাংশ ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছে । বর্ষীয়ান ওই নেত্রীকে ভারত ও পাকিস্থান থেকে কট্টরপন্থী মুসলিমরা ক্রমাগত প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে । অন্যদিকে নূপূর শর্মার সমর্থনে দাঁড়িয়েছে বহু মানুষ । কাতার এয়ারলাইন্স বয়কটের ডাক দিয়ে সোমবার সারাদিনই ট্রেন্ড করল এই সংক্রান্ত হ্যাশট্যাগ সংবলিত টুইটার । এবার নূপুর শর্মার সমর্থনে খোলাখুলি আসরে নেমে পড়েছেন নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স(Greet Wilders)।
তিনি বহিষ্কৃত বিজেপি নেত্রীর সমর্থনে পরপর বেশ কয়েকটি টুইট করেছেন । নেদারল্যান্ডের পার্টি অফ ফ্রিডম দলের এই নেতা একটি টুইটে লিখেছেন, ‘এটা হাস্যকর যে আরব এবং ইসলামিক দেশগুলি ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মার দ্বারা প্রফেট মহম্মদের সম্পর্কে সত্য কথা বলার জন্য ক্ষুব্ধ হয়েছে । ভারত কেন ক্ষমা চাইলো ?’
পরের টুইটে তিনি লিখেছেন, ‘ভন্ডদের কথা শুনবেন না। ইসলামি দেশগুলোর গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, স্বাধীনতা নেই । তারা সংখ্যালঘুদের নিপীড়ন করে এবং মানবাধিকারকে অসম্মান করে । তাদের সমালোচনা করাই উচিত ! মহম্মদের আদর্শ আপত্তিকর এবং অপমানজনক । বীরত্বপূর্ণ নয় ।’
তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বলেন,’তোষামোদ ভালো জিনিস নয় । এটার ফল সর্বদা খারাপই হয় । সুতরাং হে ভারতীয় বন্ধুরা ইসলামিক দেশগুলিকে ভয় পেয়ো না । স্বাধীনতার পক্ষে দাঁড়ান এবং আপনাদের রাজনীতিবিদ নূপুর শর্মাকে রক্ষা করার জন্য গর্বিত ও অবিচল থাকুন । যিনি মহম্মদ সম্পর্কে সত্য বলেছিলেন ।’
জানা গেছে,এই টুইটের পরেই গির্ট ওয়াইল্ডার্সকে কট্টরপন্থীরা খুনের হুমকি দিতে শুরু করে । আর তারপরেই ফের একটা টুইট করে তিনি লেখেন, ‘জাহান্নামে যাও @ziaulmustafa576, @TLPakistan22, #hafizsaadhussainrizvi এবং পাকিস্তান ও তুরস্কের অন্য সব মুসলিম যারা তথাকথিত নবী মহম্মদের নামে আমাকে প্রতিদিন আবার হত্যার হুমকি দিচ্ছ । হুমকি দিয়ে কিছুই হবে না । আমি সত্য কথা বলা বন্ধ করব না ।’।