এইদিন ওয়েবডেস্ক,২০ জুন : আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালে ননেদারল্যান্ডের অধিনায়ক পিটার সিলার । রবিবার রাতে অবসরের কথা ঘোষণা করেছেন তিনি । ডাচ ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘২০২০ সাল থেকে আমার পিঠের ইনজুরির এতটাই বাজে অবস্থা যে, আমাকে আফসোস করতে হচ্ছে। আমার কাছে যা আছে তা আর দেওয়ার সামর্থ্য নেই ।’ ফলে সিলারের শূন্যস্থানে আপাতত স্কট এডওয়ার্ডকে বসিয়েছে নেদারল্যান্ড ।
৩৪ বছর বয়সী সিলার নেদারল্যান্ডসের হয়ে ৫৭টি ওয়ানডে ও ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। দুই বছর আগে বেলফাস্টে কেনিয়ার বিপক্ষের ম্যাচটা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ স্মৃতি হয়ে থাকল। ২০০৯ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ডাচদের দুটি ঐতিহাসিক জয়ের সাক্ষী ছিলেন সিলার।
অলরাউন্ডার সিলার আন্তর্জাতিক ওয়ানডেতে ৫৭ এবং টি-টোয়েন্টিতে ৫৮টি উইকেট নিয়েছেন । মোট ৯৩৮ রান করেছেন তিনি । এর মধ্যে আছে কুড়ি ওভারের খেলায় ৯৬ রানের ক্যারিয়ার সেরা অপরাজিত ইনিংস। সিলারের বিদায়ের মধ্য দিয়ে একটা যুগের শেষ হলো নেদারল্যান্ডস ক্রিকেটের ।।