এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,১৫ নভেম্বর : দক্ষিণপন্থী বেঞ্জামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় আসায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ । নেতানিয়াহু কখন কি করে বসেন এই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে তাদের । প্যালেস্টাইন টেলিভিশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গলায় ছিল সেই আশঙ্কার সুর । তিনি বলেছেন,’আমি নেতানিয়াহুকে ১৯৯০ এর দশক থেকে চিনি । তিনি এমন একজন ব্যক্তি যিনি শান্তিতে বিশ্বাস করেন না কিন্তু তার সাথে মোকাবিলা করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই ।’ তিনি বলেন, ‘ইসরায়েলের সাথে আমাদের সমস্যা আছে, ইসরায়েল আমাদের ভূমি এবং আমার দেশ দখল করে আছে। প্রধানমন্ত্রী কে? নেতানিয়াহু। আমি তাকে মোকাবেলা করতে বাধ্য হচ্ছি ।’ উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত রয়েছে ।
এদিকে নেতানিয়াহু তাঁর আগের মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন । তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিছু চুক্তিও হয়েছিল । রবিবার নেতানিয়াহু বলেছিলেন যে তিনি সরকার গঠন করার পরে আরও আরব দেশের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন । অন্যদিকে ফিলিস্তিনিরা বিষয়টি তাদের রাষ্ট্রত্বের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখছে ।।