গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ জানুয়ারী : পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার পক্ষ থেকে আড়ম্বরের সঙ্গে মহান দেশপ্রেমী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হল । শনিবার সকালে কাটোয়া পুরসভা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শেষ হয় কাটোয়া বাসস্ট্যান্ডে। সেখানে নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ডঃ পরেশনাথ বন্দ্যোপাধ্যায় , মন্ডল আজিজুল , ডঃ এস বুট , শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শুভ্রা রায় , সুফল রাজোয়ার , পৌরসভার পক্ষে চন্দ্রচুর দত্ত , মলয় ঘোষ , জিতেন চট্টোপাধ্যায় , হাবিবা খাতুন , শিশির ঘোষ , আইনজীবী শেখ আশরাফ আলী , সাংবাদিক দীপ্তি বন্দ্যোপাধ্যায় , সাংবাদিক মৃদুলমলয় শর্মাসামন্ত,কাটোয়া মহকুমা প্রেসক্লাবের সহ সভাপতি সুজয় ভট্রাচার্য , অসিত দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা । সকলে নেতাজীর মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ।
পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ও কাটোয়া ২নং ব্লক, পঞ্চায়েত সমিতি ও ব্লক যুবকরণের সহযোগিতায় সুভাষ উৎসব অনুষ্ঠিত হল কাটোয়া ২নং ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে । প্রদীপ প্রজ্জ্বলন ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় । পরে একটি পদযাত্রার আয়োজন করা হয় । পদযাত্রায় অংশগ্রহন করেন কাটোয়া-২ বিডিও শমীক পানিগ্ৰাহী,পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,ব্লক যুবকল্যাণ দপ্তরের আধিকারিক নুরুল আমিন মণ্ডল প্রমুখ । সব শেষে কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ।।