এইদিন ওয়েবডেস্ক,হাজারীবাগ,২৯ জুন : এনইইটি -ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় কংগ্রেস শাসিত ঝাড়খন্ডের হাজারীবাগ-ভিত্তিক ওসিস স্কুলের অধ্যক্ষ তথা এনটিএ শহরের সমন্বয়কারী এহসান-উল-হক, ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ইমতিয়াজ এবং দৈনিক পত্রিকার সাংবাদিক জামালউদ্দিনকে গ্রেপ্তার করেছে সিবিআই । শুক্রবার সন্ধ্যায় ওই তিনজনকে নিয়ে পাটনার উদ্দেশ্যে রওনা দেয় সিবিআই দল ।।গত চার দিন ধরে,স্কুলের অধ্যক্ষ এবং সহ-অধ্যক্ষ সহ কয়েক ডজন লোককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। শুক্রবার হাজারীবাগে একটি দৈনিক সংবাদপত্রের দুই সাংবাদিক মোহম্মদ সালাহউদ্দিন ও জামালউদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় । পরে জামালউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
সিবিআই সূত্রের খবর,এনটিএর সিটি কো-অর্ডিনেটর ও স্কুলের অধ্যক্ষ এহসান উল হকের সঙ্গে ফোনে এই দুই সাংবাদিকের বেশ কিছুক্ষণ কথা হয়। কল রেকর্ড থেকে তাদের দুজনকেই সন্দেহ করা হয়েছিল। এর আগে, বিহার পুলিশের ইইউ (ইকোনমিক অফেন্সেস ইউনিট) টিম পেপার ফাঁস মামলার তদন্তকারী দল পাটনার রামকৃষ্ণনগর এলাকা থেকে অর্ধপোড়া প্রশ্নপত্র উদ্ধার করে, যা হাজারীবাগের মান্দাই রোডের ওসিস স্কুলে অবস্থিত, প্রশ্নপত্রের ক্রমিক নম্বর ধরে তদন্তে নামতেই অধ্যক্ষ এহসান উল হকের সংযোগ প্রকাশ্যে আসে । এনইইটি -ইউজি প্রশ্নপত্র ফাঁস মামলায় হাজারীবাগে সিবিআই দল জোরালো প্রমাণ পেয়েছে বলে জানা গেছে । হাজারীবাগে যেসব বাক্সে প্রশ্নপত্র পাঠানো হয়েছিল সেগুলোও বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্তকারী দল । হাজারীবাগে, প্রশ্নপত্রগুলি একটি দূরবর্তী কুরিয়ার কোম্পানির কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছিল এবং তারপরে প্রশ্নপত্রের ট্রাঙ্কগুলি ই-রিকশায় করে ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রশ্নপত্র প্রাপ্তি ও পরিচালনায়ও ব্যাংকেরও গাফিলতি রয়েছে বলে জানা গেছে ।।