এইদিন ওয়েবডেস্ক,মালদা,৩১ অক্টোবর : খুড়তুতো ভাইয়ের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে অশান্তির জেরে কাকার হাতে খুন হলেন ভাইপো । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর অঞ্চলের ভাজান্না গ্রামে। মৃতের নাম মন্টু মন্ডল৷ বৃহস্পতিবার সন্ধ্যায় মন্টুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার ঘাতক কাকা ভরত মন্ডলকে গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা । বর্তমানে সে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে,ভাজান্না গ্রামের বাসিন্দা মন্টু মন্ডলের তিন মেয়ে ও এক ছেলে । পাশাপাশি বাড়িতে বসিবাস মন্টুর কাকা ভরতের । ভরতের ছেলের সঙ্গে মন্টুর এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে । বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছিল । মাস ছয়েক আগে ভরতের ছেলে মন্টুর মেয়েকে নিয়ে পালিয়ে যায় ৷ পরে মন্টুর মেয়ে বাড়ি ফিরে আসলেও, ভরতের ছেলে বাড়ি ফেরেনি। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পরিবারের অশান্তি চরম আকার ধারন করে । তুমুল বাকবিতণ্ডা চলার সময় ভরত ধারাল অস্ত্র দিয়ে ভাইপো মন্টুকে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ ।
জানা গেছে,মন্টু রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে মন্টুর মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । ক্ষিপ্ত জনতা ঘাতক কাকা ভরতের উপর হামলা চালিয়ে দেয়৷ তাকে বেদম পিটিয়ে কার্যত আধমরা করে দেয় উত্তেজিত জনতা । খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । আজ শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।

