এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০৮ মে : টানা ২৬ বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের রেকর্ড করলেন নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা । ৫২ বছর বয়সী কামি রিতা শেরপা আরও ১০ পর্বতারোহীর সঙ্গে শনিবার এভারেস্টের এতিহ্যবাহী দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে ২৯ হাজার ৩১ ফুটের এ পর্বত চূড়ায় আরোহণ করেন । কাঠমান্ডুর পর্যটন বিভাগের মহাপরিচালক তারানাথ অধিকারী বলেন, ‘কামি রিতা শেরপা তার আগের রেকর্ড ভেঙে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ।’ স্বামীর এই অনন্য কৃতিত্বে উচ্ছ্বসিত কামি রিতার স্ত্রী জাংমু ।
এভারেস্টের দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে ১৯৫৩ সালে এভারেস্ট জয় করেছিলেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী শেরপা তেনজিং নোরগে এবং নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি। তারপর থেকে এযাবৎ ১০ হাজার ৬৫৭ বার এভারেস্টে আরোহণ করেছেন পর্বতারোহীরা । চলতি বছরে ৩১৬ জনকে এভারেস্টে চড়ার অনুমতি দিয়েছে নেপাল । মে মাসেই কেবল তারা এভারেস্টে আরোহণ করতে পারবেন। গত বছর সর্বোচ্চ ৪০৮ জনকে এভারেস্টে চড়ার অনুমোদন দেওয়া হয়েছিল ।
তবে মাউন্ট এভারেস্টে আরোহন কতটা কঠিন তা পর্বতারোহীদের মৃত্যুর পরিসংখ্যানই এর প্রমান । হিমালয়ান ডেটাবেস অনুসারে এযাবৎ ৩১১ জন পর্বতারোহী মৃত্যুবরণ করেছেন । তার মধ্যে ২০১৯ সালে বেশ কয়েকজন পর্বতারোহীর মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে হিমালয়ের এই ছোট্ট দেশটি ।।