এইদিন ওয়েবডেস্ক,কাঠামান্ডু,২২ জুলাই : পর্বতারোহণে বিশ্ব রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী ৪৭ বছরের সানু শেরপা(sanu sherpa) । তিনিই প্রথম ব্যক্তি যিনি ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গ দুবার করে জয় করেছেন । এরমধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সাতবার । বৃহস্পতিবার ৮ হাজার ৩৫ মিটার উচ্চতা বিশিষ্ট পাকিস্তানের গ্যাসারব্রাম-২ পর্বতশৃঙ্গ জয় করেন সানু শেরপা । এটি এনিয়ে তিনি দুবার জয় করলেন ।
সানু শেরপা পর্বতারোহণে পথ চলা শুরু ২০০৬ সালে । প্রথমবার হিমালয়ের তিব্বত সীমান্তের ৮ হাজার মিটার উচ্চতার চো ওয়ু শৃঙ্গ জয় করেন তিনি । যদিও এই সময় তিনি বিদেশি পর্বতারোহীদের সরঞ্জাম ও খাবার বহন এবং দড়ি ও মই মেরামতির কাজ করতেন । পরে নিজে পর্বতারোহণে মননিবেশ করেন । ২০১৯ সাল পর্যন্ত তিনি অন্তত একবার করে ১৪টি ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করেন । আর এই খ্যাতি অর্জনের মধ্য দিয়ে তিনি ৪০ জন পর্বতারোহীদের তালিকায় তিনি নিজের নাম তোলেন । তিনি সাতবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতা বিশিষ্ট মাউন্ট এভারেস্ট জয় করেছেন ।এছাড়া তিনবার করে লোটসে এবং চ্যালেঞ্জিং মানাসলু জয় করেছেন ।
সানু শেরপার বিশ্বরেকর্ড প্রসঙ্গে পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের অভিযান সংগঠক পাসাং শেরপা বলেন,’সানু শেরপা ১৪টি পবর্তশৃঙ্গে দুবার করে জয় করে ইতিহাসে নাম লিখিয়েছেন । তাঁর এই বিরল কৃতিত্ব আমাদের জন্য গর্বের ।’।