এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১১ জানুয়ারী : শিশু যৌন নিপীড়নের অভিযোগে ধর্মগুরু বাহাদুর বামজানকে মহোত্তারিকে কারাদণ্ডাদেশ দিয়েছে নেপালের আদালত । বৃহস্পতিবার নেপালের সরলাহী জেলা আদালত তাকে তদন্তের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে । আদালতের আদেশের পর মহোত্তরীতে জেলা কারাগারে পাঠানো হয়েছে । তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সরলাহীর জেলা জজ বিষ্ণু প্রসাদ রেগমির বেঞ্চ। রেগমির আদালতে বাহাদুর বামজানকে মহোত্তারি সহ তিনজনের মামলার শুনানি হয়।
এর আগে আদালত বাহাদুর বামজানকে মহোত্তারির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল । বিগত ৪ বছর ধরে পলাতক ছিলেন তিনি, মঙ্গলবার রাতে কাঠমান্ডুর বুধনীলকান্ত থেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিআইবি) তাকে গ্রেপ্তার করে।
বুধবার মধ্যরাতে গ্রেফতারির পর তাকে সরলাহীতে নিয়ে যাওয়া হয়। তাকে সরলাহীতে এনে আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির করা হয়। শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত বামজানের বক্তব্যের পর বন্ধ দরজার আড়ালে বিতর্ক শুরু হয় ।।