এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,২৫ নভেম্বর : চীন সমর্থিত সেকুলারিজমকে উৎখাত করে হিন্দু রাজতন্ত্র” পুনঃপ্রতিষ্ঠার দাবিতে উত্তাল হয়ে উঠল নেপাল । নেপালে হিন্দু রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ শনিবার দেশের বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দুর্নীতি ও ব্যর্থ শাসনব্যবস্থার অভিযোগ তুলে বিক্ষোভ দেখানোর কথা রয়েছে । ওই বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেবেন নেপালের প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহ । তিনি আজ ঝাপার বির্তমোদ পঞ্চকন্যায় আইকম কলেজের উদ্বোধন এবং পৃথ্বী নারায়ণ শাহের সালিক উন্মোচন করতে যাচ্ছেন।
কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যেই শুক্রবার ঝাপা পৌঁছেছেন জ্ঞানেন্দ্র শাহ। এই প্রক্রিয়ায় রাজকীয়রাও তাদের শক্তি প্রদর্শন করতে চলেছেন। সে জন্য আরপিপিসহ রাজকীয় বাহিনী জড়ো হয়েছে । রাজার মুখপাত্র মোহন শ্রেষ্ঠা জানিয়েছেন যে আরপিপি চেয়ারম্যান রাজেন্দ্র লিংডেন একই কর্মসূচির প্রস্তুতি নিতে দেড় সপ্তাহ ধরে পূর্ব নেপালে রয়েছেন। পূর্বাঞ্চল থেকে পরিবর্তনের বার্তা আসবে বলে জানিয়ে তিনি দাবি করেন, অনুষ্ঠানটি জমকালো হবে। অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক অংশ নেবেন বলে আয়োজকদের দাবি । রাজকীয়রা দাবি করেছেন যে তারা আজ ৮,০০০ মোটরসাইকেল র্যালি এবং কমপক্ষে ৩০,০০০ সমর্থক বের করবেন।জ্ঞানেন্দ্র শাহও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি আয়োজিত শক্তি প্রদর্শনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে ।
ইতিমধ্যে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে বলে জানা গেছে । সাধারণ মানুষকে শ্লোগান দিতে শোনা গেছে,
‘আসুন রাজা আমাদেরকে অত্যাচারী গণতন্ত্র থেকে বাঁচান ।’।