প্রদীপ চট্টোপাধ্যায়,মেমারি(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দুই নাবালিকার শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দাদপুর গ্রামে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্যামসুন্দর হাজরা (৬১) । রবিবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ । সোমবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতের তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে,দাদপুর গ্রামের বাসিন্দা নির্যাতিতা দুই কিশোরীর মধ্যে একজন দ্বিতীয় শ্রেণীর এবং অপরজন তৃতীয় শ্রেণীর ছাত্রী । তাদের বাড়ির পাশেই বাড়ি শ্যামসুন্দর হাজরা নামে অভিযুক্ত বৃদ্ধের । রবিবার সকালে দুই নাবালিকাদের মা ওই বৃদ্ধের বিরুদ্ধে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁদের অভিযোগ, শনিবার বিকেলে তারা বাড়ির কাছেই খেলা করছিল তাঁদের মেয়ে । সেই সময় ওই বৃদ্ধ চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তাদের বাড়িতে ডাকে । সে দুই মেয়ের শ্লীলতাহানী করে । তারপর বৃদ্ধ তাদের ধর্ষণের চেষ্টা করতেই মেয়ে দুটো তার কবল থেকে ছিটকে কোনও রকমে বাড়ি চলে এসে ঘটনার কথা সবিস্তারে জানায় ।
এদিন ধৃতকে পকসো আদালতে তোলা হলে পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতের মেডিকেল পরীক্ষার মঞ্জুরি দেন বিচারক সৈয়দ নেয়াজউদ্দিন আজাদ । পাশাপাশি তিনি দুই নির্যাতিতা নাবালিকা ও অভিযোগকারিনীদের গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য সিজেএমকে নির্দেশ দিয়েছেন ।।