দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ মার্চ : জমিতে লাগানো মুসুর ডাল গাছের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদ করেছিলেন এক কৃষক । তার জেরে কৃষকের বাড়িতে প্রতিবেশী দুই ভাই চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে বলে অভিযোগ । আক্রান্ত ব্যক্তি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার রতনপুর গ্রামে । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম দুলাল শেখ(৩৮) । ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । ধৃতের ৭ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক ।
পুলিশ সূত্রে জানা গেছে,অভিযোগকারী ব্যক্তির নাম আবুল খাঁ । মঙ্গলবার তিনি পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানান,গত সোমবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ তিনি মাঠে গিয়ে দেখতে পান তাঁর জমিতে লাগানো ডালশষ্যের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে নিয়ে যাচ্ছে একই গ্রামের বাসিন্দা নাসিম শেখ নামে এক ব্যক্তি । তিনি প্রতিবাদ করলে নাসিমের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় । ওই ঘটনার সুত্র ধরে পরের দিন দুলাল শেখ ও তার ভাই চন্দন শেখ আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর বাড়িতে চড়াও হয় । দু’জন মিলে তাঁকে বেদম লাথি,চড়,ঘুঁসি মারে । তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার ভয় দেখায় । তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে । তখন হামলাকারীরা পালিয়ে যায় ।
জানা গেছে,ঘটনার পর এনিয়ে কেতুগ্রাম থানায় ওই দু’জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত কৃষক আবুল খাঁ । অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই দুলাল শেখকে রতনপুর পীরতলা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম দেশি পিস্তল ও দুটি গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ ।
পুলিশ জানিয়েছে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপরাধের কথা কবুল করেছে ধৃত ব্যক্তি । কিন্তু অপর অভিযুক্ত পলাতক । তাঁর সন্ধান চলছে ।।