এইদিন ওয়েবডেস্ক,মালদা,১০ সেপ্টেম্বর : বৃষ্টিপাতের সময় ইচ্ছা করে ছাদে জল আটকে রেখেছিল প্রতিবেশী বাড়ি । বৃষ্টি কমলে পরে সেই জল নিকাশ করা হয় । ফলে ছাদের বিপুল পরিমান জল গিয়ে জমা হয় পাশের বাড়ির উঠনে । তার প্রতিবাদ করায় প্রতিবেশী বাড়ির লোকজন মিলে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংলিশবাজার থানার খাসখোল গ্রামের মাঝিপাড়ায় । হামলার জেরে কানাই সরকার (৫০), অর্চনা সরকার (৪৫), প্রশান্ত সরকার (২৫) ও দিবাকর সরকার(২৩)সহ ৫ জন জখম হয়েছেন বলে জানা গেছে । আহতদের রাতেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে,কানাই সরকারদের বাড়ির পাশেই বসবাস করেন সুভাষ মাঝির পরিবার । সুভাষবাবুদের বাড়ির ছাদের জল নিকাশি নিয়ে কানাইবাবুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । আহত প্রশান্ত সরকারের অভিযোগ, ‘বৃষ্টিপাত হলে সুভাষ মাঝিরা তাদের বাড়ির ছাদের জল ইচ্ছা করে আটকে রেখে দেয় । অনেক পরে সেই জল নিকাশি করে । ফলে সমস্ত জল আমাদের বাড়িতে এসে জমে । এইভাবে দিনের পর দিন ওরা আমাদের উৎপাত করে আসছে । এই কারনে একবার আমার জ্যাঠাইমা এনিয়ে থানায় অভিযোগ দায়েরও করেছিলেন । সেই নিয়ে ওদের রাগ ছিল ।’
তিনি বলেন, ‘এরপর বৃহস্পতিবার রাতে বৃষ্টিপাত হলে ফের ছাদে জল আটকে রাখে । বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার প্রায় দু’ঘন্টা পর জল ছাড়ে । আমরা এনিয়ে প্রতিবাদ করলে সুভাষ মাঝি,রোহিত মাঝিসহ ৫ জন মিলে হাঁসুয়া,লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা চালায় । আমাদের মাথা ফেটে রক্তারক্তি হয়ে যায় ।’
জানা গেছে,ঘটনার পর প্রতিবেশীদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । তাঁদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । যদিও এদিন সকাল পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে ৷ পুলিশ জানিয়েছে,অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে ।।