এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৯ জুলাই : ফের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে । এবারে ১৩ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল মেয়েটির প্রতিবেশী যুবক রাশেদুল ইসলামের বিরুদ্ধে । অপহৃতা মুক্তা রানী বৈষ্ণব(১৩) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভেরাডহর গ্রামের বাসিন্দা ত্রিপাল বৈষ্ণব ও কল্পনা রাণী বৈষ্ণব নামে এক দম্পতির মেয়ে । গত শনিবার(৫ জুলাই ২০২৫) বিকাল ৪:০০ টা নাগাদ মুন্সিগঞ্জ থানার পঞ্চসার ইউনিয়ন/ওয়ার্ড এর পশ্চিম ১৯২১৫ এলাকা থেকে মেয়েটিকে রাস্তা থেকে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে । এই ঘটনায় একটি অপহরণের মামলা দায়ের করেছে কিশোরীর পরিবার ।
পরিবার সূত্রে জানা গেছে,বাংলাদেশের রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ভাঙ্গার হতি, কিয়ামত গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ও রাশেদা বেগমের ছেলে রাশেদুল ইসলামের সাথে মুক্তা রানী বৈষ্ণবের প্রেমের সম্পর্ক ছিলো। শনিবার বিকেলে দেখা করার অছিলায় মেয়েটিকে ফোন করে ডাকে রাশেদুল । মেয়েটি নির্দিষ্ট জায়গায় যেতেই তাকে সেখান থেকে একটা গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সে ।
অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে মেয়েটির মাসতুতো দাদা বিথীন্দ্র বৈষ্ণব থানায় একটি নিখোঁজ জিডি করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় মুক্তা রাণী বৈষ্ণবকে খুঁজতে তাদের অভিযোগ অব্যাহত রয়েছে। পুলিশের সন্দেহ সম্ভবত মেয়েকে নিয়ে ঢাকায় চলে গেছে।।

