এইদিন ওয়েবডেস্ক,জব্বলপুর,১৯ জানুয়ারী : প্রতিবেশী ৪২ বছর বয়সী ব্যক্তিকে ‘নানু’ অর্থাৎ দাদু বলত ৫ বছরের শিশুকন্যা । মাঝেমধ্যে নানুর সাথে খুনসুটিও করত মেয়েটি । কিন্তু শিশুটির প্রতি তার নানুর যে কুনজর পড়েছে সেটা কেউই ঘুণাক্ষরেও টের পায়নি । গত ১৫ জানুয়ারী ওই নরপশু মেয়েটিকে ৫ টাকা দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায় । তারপর মেয়েটি যাতে চিৎকার না করতে পারে সেজন্য তার মুখে কাপড়ের টুকরো গুঁজে দিয়ে তার উপর পাশবিক নির্যাতন চালায় ওই ব্যক্তি । ধর্ষণের পর সে মেয়েটিকে তার বাড়ির বাইরে ফেলে রেখে চম্পট দেয় । মধ্যপ্রদেশের জবলপুরের ঘটনা । পেশায় আবর্জনার ট্রাক চালক মোহাম্মদ ইসলাম নামে ওই ধর্ষককে গ্রেফতার করেছে জবলপুরের হনুমান তালা থানার পুলিশ ।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত ১৫ জানুয়ারী কুকর্ম করে চম্পট দিয়েছিল মোহাম্মদ ইসলাম । মেয়েটির পরিবার ১৬ জানুয়ারী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে জানানো হয়েছে, মোহাম্মদ ইসলাম ৫ টাকা দিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের পর মেয়েটিকে তাদের বাড়ির বাইরে ফেলে রাখে । মেয়েটি কাঁদতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসা করলে তারা জানতে পারে যে ‘নানু’ (মোহাম্মদ ইসলাম)’ তার পোশাক খুলে ফেলে তার সাথে নোংরা কাজ করেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ তৎপর হয় এবং অভিযান শুরু করে। পরের দিন শুক্রবার (১৭ জানুয়ারী) মোহারিয়া এলাকা থেকে পুলিশ মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করে।।