এইদিন ওয়েবডেস্ক,২৪ জুলাই : অলিম্পিক গোল্ডেন বয় জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস সৃষ্টি করেছেন । মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১২ সেকেন্ডে ৮৮.১৩ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে রৌপ্য পদক জিতেছেন । দশ নম্বরে থাকা রোহিত যাদব ফাইনালে পদকের দৌড় থেকে বাদ পড়েছেন । দশ নম্বরে থাকা রোহিত যাদব ৮০.৪২ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন ।
নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজেজু টুইট করেছেন, ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে আবার ইতিহাস সৃষ্টি করেছেন নীরজ চোপড়া । ২০০৩ সালে লং-জাম্পার অঞ্জু ববি জর্জের(Anju Bobby George) ব্রোঞ্জ জয়ের পর তিনি হলেন প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ভারতীয় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন । অভিনন্দন নীরজ চোপড়া ।’।