এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০২ নভেম্বর : আর্থিক দুর্নীতির মামলায় ১৩ ঘণ্টারও অধিক সময় ধরে জিজ্ঞাসাবাদ করার পর এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিং ১০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলেছিলেন অনিল দেশমুখের বিরুদ্ধে । যার জন্য দেশমুখকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল । ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭২ বর্ষীয় দেশমুখকে ডেকে পাঠিয়েছিল ইডি । সোমবার দুপুরে তিনি ইডির অফিসে গিয়েছিলেন । দীর্ঘ জেরার পর শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয় । যদিও অনিল দেশমুখের ইডির জেরার মুখোমুখি হওয়ার আগে একটি ভিডিও বার্তায় বলেন, ‘আমি আদালতকে সম্মান করি । আমি স্বেচ্ছায় তদন্তের জন্য ইডির প্রশ্নোত্তরের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি । কিন্তু আমি জানতে চাই যে পরম বীর সিং আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন তিনি কোথায় ?’
মহারাষ্ট্রের দেশমুখ নাগপুর জেলার কটোল এলাকার বাসিন্দা অনিল দেশমুখ ১৯৯৫ সাল থেকে একটানা মন্ত্রী ছিলেন । মহারাষ্ট্রের রাজনীতিতে তিনি সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম । তাঁর বিরুদ্ধে অবৈধভাবে আর্থিক লেনদেন ছাড়াও মুম্বইয়ের শীর্ষ পুলিশকর্মীর মাধ্যমে তোলা আদায়ের অভিযোগও রয়েছে । এই মামলায় এর আগে পাঁচবার তাকে তলব করেছিল ইডি । কিন্তু তিনি ইডির জিজ্ঞাসাবাদ এড়াতে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । শুক্রবার অনিল দেশমুখের আবেদন খারিজ করে দেয় আদালত । শেষে সোমবার দুপুরে ছেলে ও নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডির দপ্তরে গিয়েছিলেন । দীর্ঘ সময় ধরে চলে জেরা । কিন্তু প্রবীন এই এনসিপি নেতার উত্তরে সন্তুষ্ট না হয়ে রাতেই তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।।