এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ নভেম্বর : স্কুলে শিশুদের মহাকাব্য রামায়ণ এবং মহাভারত পড়ানোর সুপারিশ করেছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং(NCERT)-এর নিয়োগ কমিটি । কমিটির সামাজিক বিজ্ঞান কমিটির দেওয়া এই সুপারিশগুলি যদি অনুমোদিত হয়, তবে সেই দিন দূরে নয় যখন শিশুরা কেবল বাড়িতেই নয়, স্কুলের বইতেও ভগবান শ্রীরাম এবং শ্রীমদ্ভাগবত গীতার জ্ঞান সম্পর্কে পড়তে সক্ষম হবে । কমিটির প্রধান তথা ইতিহাসের প্রাক্তন অধ্যাপক সি আই আইজ্যাক বলেন, ‘সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সিলেবাসে রামায়ণ-মহাভারত পড়ানোর সুপারিশ করেছে কমিটি। এতে অল্প বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, আত্মসম্মান ও নিজেদের জাতির জন্য গর্ববোধ তৈরি হবে।’
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই দুটি মহাকাব্য স্কুলের বইয়ে ইতিহাসের পাঠ্যক্রমে ভারতের ক্লাসিক্যাল পিরিয়ডের অধীনে রাখা হতে পারে। তবে রামায়ণ-মহাভারতের কোন অধ্যায়ে কোন ক্লাসে পড়ানো হবে তা এখনও ঠিক হয়নি। প্যানেলের চেয়ারম্যান এবং ইতিহাসবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআই আইজ্যাকের মতে, প্যানেলটি স্কুলের প্রতিটি ক্লাসে দেওয়ালে সংবিধানের প্রস্তাবনা লেখার প্রস্তাবও করেছিল। পাশাপাশি এই ভূমিকা আঞ্চলিক ভাষায় হওয়া উচিত বলে মনে করছেন তিনি ।
অধ্যাপক সিআই আইজ্যাক আরও বলেন,’প্যানেল ইতিহাস পাঠ্যক্রমকে চারটি পিরিয়ডে বিভক্ত করে শেখানোর সুপারিশ করা হয়েছে ৷ আর ওই বিভাগগুলি হল- শাস্ত্রীয় সময়কাল, মধ্যযুগীয় সময়কাল, ব্রিটিশ আমল এবং আধুনিক ভারত। বর্তমানে, ভারতীয় ইতিহাস তিনটি সময়ের অধীনে স্কুল বইয়ে পড়ানো হয়: প্রাচীন, মধ্যযুগ এবং আধুনিক যুগ ।’ পাশাপাশি বেদ ও আয়ুর্বেদ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় নায়কদেরও ওই সিলেবাসে রাখার কথা বলা হয়েছে ।শুধু তাই নয়, স্কুলের বইয়ে ভারতের বদলে ভারত লেখারও সুপারিশ করেছে কমিটি।।