বেশ কিছুদিন ধরে বলিউড অভিনেতা পুনীত বশিষ্ঠের সঙ্গে বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খাননের রোমান্টিক রোমান্টিক ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল৷ নাজিয়া নিজে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছিলেন৷ কিন্তু একটা ভিডিও বার্তায় খোদ নাজিয়া জানিয়েছেন যে এই বিয়ে অসম্ভব ৷ কারন হিসাবে তিনি পুনিত ও তার পরিবারের বিরুদ্ধে ধোকা দেওয়ার অভিযোগ তুলেছেন৷ তিনি অভিযোগ করেছেন যে ইতিমধ্যে দুই স্ত্রী রয়েছে পুনিতের এবং তাদের সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়নি৷
ভিডিওতে নাজিয়া বলেন,’আমার বিয়ের জন্য যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ । কিন্তু এই বিয়ে সম্ভব নয় । পুনীত বশিষ্ঠ একজন অভিনেতা৷ গোটা পরিবার মিলে খুব ভালো অভিনয় করেছে । পুনীত বশিষ্ঠের অস্ট্রেলিয়ান স্ত্রীর সাথে এখনো বিবাহ বিচ্ছেদ হয়নি৷ আইনত ওর পাসপোর্টে ওর স্ত্রী হল ক্লোয়ি, যিনি এখন গোয়ায় আছেন । পুনীত বশিষ্ঠের আক্রমণাত্বক আচরণ,দুর্ব্যবহার, টাকা লোটার বহু প্রমান ক্লোয়ির মাধ্যমে আমি পেয়েছি ।
হতাশ নাজিয়া বলেন,ভারতীয় আইনে একটা বিয়ের তো বিচ্ছেদ হয়নি, তার উপর উমরগাঁওয়ে একজন বাঙালি মহিলাকে দ্বিতীয় বিয়ে করেছেন । যিনি একজন অঘোরি,তন্ত্রমন্ত্র করেন, যার নাম চাঁদ । যেখানে পুনিত শ্যুটিং করার জন্য গিয়েছিলেন । প্রোডাকশন হাউস তাকে ফ্লাট দিয়েছে । ওই বাঙালি স্ত্রীর সঙ্গে মহাকুম্ভে মোক্ষপ্রাপ্তির জন্যও গিয়েছিল । সেখানে স্ত্রীকে জড়িয়ে ধরে ডুবও দিয়েছিল । তার সমস্ত প্রমান ও সিসিটিভি ফুটেজ আমার কাছে এসেছে । পুনিত বশিষ্ঠের এই বাঙালি স্ত্রী ওর চিকিৎসার সময় পাশে ছিল, পুত্রবধূ হিসাবে ওর মায়ের সেবা করেছিল, আর যখন আমার উপর নজর পড়ল তখন তার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের করে দিল ।
নাজিয়া বলেন,আমি ক্লোয়ি ও চাঁদের কাছে এই কারনে কৃতজ্ঞ যে ওরা সমস্ত প্রমান আমায় দিয়েছে । কার কার কত খরচ হয়েছে তার বিস্তারিতও আমার সামনে এসেছে ।’
তিনি বলেন,সুতরাং পুনীত বশিষ্ঠের সঙ্গে আমার বিয়ে যেমন ভারতীয় আইন অনুযায়ী সম্ভব নয় তেমনি সনাতন ধর্ম অনুযায়ী সম্ভব নয় । কারন ভারতীয় আইন অনুযায়ী পুনিত বশিষ্ঠ ক্লোয়ির স্বামী । আর সনাতন ধর্ম অনুযায়ী উনি চাঁদের সিঁথিতে সিঁদূর দিয়েছেন ।
নাজিয়া গতকাল এক্স-এ লিখেছেন,”আমার জীবন আমার আইন । আমি বহুবিবাহ ঘৃণা করি,তাতে সে যেই হোক না কেন ।” আজ তিনি লিখেছেন,’যারা আমাকে মাথা নত করতে চায়! প্রথমে তোমার পাপগুলো সঠিকভাবে লুকাতে শেখো!শুধু একটা পরামর্শ।’
যদিও গত ২০শে অক্টোবর দিপাবলীর শুভেচ্ছা পোস্টে পুনিত বশিষ্ঠকে আলিঙ্গন করার ছবি পোস্ট করেন নাজিয়া । তবে তাদের সম্পর্ক ভাঙার ভিডিও বার্তাটি নাজিয়ার এক্স হ্যান্ডেলে দেখা যায়নি,ভিডিওটি ইলিয়াস ও দ্য ডেইলি ফাইন্ডস নামে ব্যবহারকারীরা শেয়ার করেছেন ।।

