এইদিন ওয়েবডেস্ক,চিকমাগালুর,১৭ ফেব্রুয়ারী : দীর্ঘ ২০ বছর আত্মগোপন করে থাকা নকশাল সুরেশকে কেরালা থেকে গ্রেফতার করল কর্ণাটকের চিকমাগালুর পুলিশ । জানা গেছে,কেরালার মুদিগেরের বাসিন্দা নকশাল সুরেশের আসল নাম মহাদেব । পাহাড়ে নকশাল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা সে । সুরেশ কর্ণাটকের শৃঙ্গেরি থানায় দশটিরও বেশি নকশাল অপরাধ মামলার আসামি ছিলেন। তাকে ধরিয়ে দিতে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ ।
জানা গেছে,কেরালার কান্নুর জঙ্গলে লুকিয়ে ছিলেন সুরেশ । জঙ্গলে নকশালের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় আহত হয়েছিল সুরেশ। সেখানে চিকিৎসা দিয়েছিল পুলিশ, কিন্তু পুলিশ জানতো না যে আদপে সে একজন নকশালের কুখ্যাত নেতা । পরে ঠিকানা তদন্তের সময় দেখা যায় সে নকশাল। পুলিশ তার সন্ধান শুরু করলে আত্মগোপনে চলে যায় সুরেশ । অবশেষে কেরালার কান্নুরে তার হদিশ মেলে । মানসিক প্রতিবন্ধীর ছদ্মবেশে নকশাল সুরেশ এলাকায় ঘুরে বেড়াচ্ছিল । কিন্তু গোপন সূত্র থেকে পুলিশ তাকে চিহ্নিত করে ফেলে ।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাডা প্রভা ।